মুখে বলবে সবাই সমান অধিকার চায় কিন্তু নিজস্ব গন্ডি ও নেক্সাসের সকল সুযোগ ব্যবহার করে তদবীরের মাধ্যমে এক্সট্রা খাতির বা সুবিধা নেয়ার সময় একটুও চিন্তা হয়না অধিকাংশের!
সহজে, যত বেশি এবং যেকোনভাবে ( যেমন - চাঁদাবাজি, তসরুপ , ঘুষ, ভেজাল, পারসেন্টেজ … ) অর্থ প্রাপ্তি সম্ভব সেই দিকে ঝুকে থাকবে অথচ মুখে বলবে দূর্নীতি মুক্ত সমাজ চায়!
চাকুরী নাই চাকুরী নাই বইলা বিশাল জনগোষ্ঠী ( নারী এবং পুরুষ উভয়েই) অন্য কোন কাজ করবে না বরং বসে বসে খাবে অথচ মুখে বলবে অর্থনৈতিক উন্মতি ও মুক্তি চাই, শ্রমের মর্যাদা চাই …
…. এইরকম লোকজনই তো ব্যাপক- বিশাল সংখ্যক দেখে এসেছি আজন্ম দ্যাশে …
❤️একই অঙ্গে বিপরীতমুখী সব চরিত্র ❤️, তাদের এই মানসিকতা দেখার আয়না একটা উদ্ভাবন দরকার , সে আয়না একমাত্র সম্ভব সর্বাধুনিক জ্ঞান - বিজ্ঞান - দর্শন মানে পরিপূর্ণ শিক্ষার দ্বারা একদম শৈশব হতে …. শিক্ষার সংস্কারই পারে মানসিকতার যৌক্তিক পরিবর্তন ও সাসটেইনএবল ভালো সমাজ নির্মান - তা ধীরে ধীরে হলেও !
#শিক্ষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন