পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

লবন নাই, লবন(!) - সমাজে ‼️

 লবন নাই, লবন(!) - সমাজে ।।


… … … …


ডেড সি বা মৃত সাগরে সাঁতার ছাড়াই ভেসে থাকা যায়
সেখানে ঘন লবন জলের পরতে পরতে -
সেই লবনের ঘনত্ব কমে গেছে আমাদের সমাজ জগতে !
সবচেয়ে ভারী এক হলো শোক- ভারীতম হবে তবে ঠিক ছেটছোট বাচ্চার ঝলসানো দেহ এবং শোক তাদের করুনতম বিদায়ে …
শোকতো হলো, শোক হোক অথচ ভারীতম শোক দ্রুত ডুবে যায় - যাচ্ছে বারবার,
কারণ কি তবে ঐ লবনের(!) অভাব, ঘনত্ব কম …
ওখানে শোকের পাথরগুলো দ্রুত ডুবে যায় অতলে - অতলে আজন্মের লালিত আবর্জনা পঁচা চেরাবালি…
শোক আর দেখা যায় না ছোঁয়া যায় না ,
শুধু হয়তো কারও কারও মনটা খালি খালি ….
নতুন শোক আসে জলে , পুরনো গুলো কবেই গেল তলে
লবন নাই লবন - লবনের ঘনত্ব কমে গেছে তাই শোকের পাথর গুলো ডুবে যাচ্ছে ত্বরা…
তারপর যদি পুরো লবনহীন হয় - স্বচ্ছ হালকা হয়ে যায সব - তখন কি সমাজটা হবে পুরো শোকহারা?
(২৫/৭/২৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন