পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২ মে, ২০২৫

Trial and Error vs Scientific experiments

 মনে করেন বৃষ্টির পানি থেকে মাথা না ভেজার জন্যে কি দিয়ে মাথা ঢেকে নামতে হবে মানুষ তা জানে না ।

একদিন এক গাদা টিস্যু পেপার দিয়ে মাথা ঢেকে নেমে গেলো - টিস্যু পানিতে গলে মাথা ভিজে গেলো ॥
আরেকদিন ৭০ গ্রাম পেপার দিয়ে মাথা ঢেকে বৃষ্টিতে নেমে সেটাও খানিক পরে গলে মাথা ভিজে গেলো
তারপর একদিন গামছা মাথায় দিয়েও দেখা গেলো একটু হাঁটার পরেই বৃষ্টিতে গামছা ভিজে মাথা ভিজে গেলো
আরেকদিন বড় কচুর পাতা মাথায় দিয়ে হেঁটে গেলো কিন্তু ভিজলো না মাথা
কিন্তু কচু পাতা সবসময় তো পাওয়া যাবে না
এরপর একদিন একটা প্লাস্টিকের ফাইল মাথায় দিয়ে মাথা ভিজলো না
তারপর …..আরও আর ট্রায়াল এন্ড এরর এন্ড …
এই মনে করা কাহিনীর পদ্ধতিটা হইলো Trial and Error
পদ্ধতি ॥
আর এই পরীক্ষাগুলো ঘরে বসে পানি ঢেলে ঢেলে ডাটা নিয়ে নিয়মতান্ত্রিক পরীক্ষাকরে একটা ফাইনাল সঠিক মাথা বৃষ্টি থেকে বাঁচানোর উপায় বের করা হলো Scientific experiments পদ্ধতি ॥
…….
Trial and Error অনেক সময় কাজের কাজী হলেও যেখানে সময় কম, সম্পদ অপ্রতুল এবং রিস্ক অতি বেশি সেক্ষেত্রে Trial and Error উপযোগী কিনা ভেবে দেখেছে অনেক সভ্যতাই॥
( একটি রাজনীতিমুক্ত পোষ্ট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন