পৃষ্ঠাসমূহ

বুধবার, ১০ মার্চ, ২০২১

ইতিহাসের প্রথমাংশ এবং দ্বিতীয়াংশ


 আমার ফেসবুকে অনেক বিখ্যাত মানুষ আছেন - তাই ধরেন আজ থেকে অনেক বছর পর সেইসব বিখ্যাত মানুষকে নিয়ে লেখা কোন ইতিহাসের এক প্যারায় আমার নাম উল্লেখ করা হলো - ধরেন!

 

সেখানে লেখা হতে পারে ... ২০২০ সালে ভয়াবহ মহামারীর কয়েক বছর আগে মামুন ম. আজিজ নামে এক ব্যর্থ লেখক দেশ ছেড়ে অষ্ট্রেলিয়া মাইগ্রেট করেছিলো । ....

.... ......


পরের লাইনে হয়তো খুব সংক্ষেপে বিদেশে চলে যাওয়ায় কোন একটা কল্পিত কারণও থাকবে ...হয়তো আরেক বাড়তি লাইনে গালাগালিও থাকবে...প্রশংসাও থাকতে পারে .... 


সে যা থাক ... যে উদ্দেশ্যর কবর খুঁড়তে চাচ্ছিলাম তা বলি -

ঐ যে ইতিহাসে বলা হচ্ছে ... আমি বিদেশে মাইগ্রেট করেছিলাম ... এই মোক্ষম অংশটা , ইতিহাসের

এই স্পষ্ট বিষয়টা আমাকে ইতিহাসের প্রতি তীব্র আকর্ষণ করে...

আমার বিশ্লেষণে ইতিহাসের মূলত দুটো পার্ট - (১) মূল একটি ঘটনা এবং তার টাইম লাইন

(২) সেই ঘটনা ঘটার পেছনের কারণ এবং তার আফটার কনসিকয়েন্স ।


প্রথম অংশটাতে ইতিহাসে ঘাপলা কম । একজন ইতিহাসের নিবিষ্ট পাঠক হিসাবে আমার জন্য এই অংশটুকু সহজবোধ্য এবং প্রয়োজন। 

দ্বিতীয়াংশও আমি পড়ব, পারলে দুই তিন রেফারেন্স থেকে পড়ব কিন্তু সহজে বিশ্বাস করে নেবো না।

দ্বিতীয় অংশটা হলো ইতিহাসবীদ বা ইতিহাস গবেষকগনের কাজের অংশ ... এই অংশে ঘটনার কারণ বা কার্যকারণ ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ... যা ইতিহাস লেখকের  উপর, সময় বা পরিস্থিতির উপর ... ইত্যাদি নানান প্রভাবকের দ্বারা বায়াসড ... তাই সব সময়ই ইতিহাসের এই অংশ “ রিসার্চের “ দাবী তুলেই যায় ... 


আবার সেই আমি কেন্দ্রিক উদাহরণে ফিরি- আমি কেনো বিদেশে এসেছি এর কারণ আমার পরিচিত মহলে জিজ্ঞেস করলে কখনই একক উত্তর পাবেন না । তার হয়তো কিছু সত্যি আর কিছু হবে অকালকুষ্মান্ড। 

আমি নিজেও দুই তিন রকম কারণ বলেছি - আমার বলা কারণ সব গুলোই হয়তো সত্যি, কে কোন পরিস্থিতিতে জিজ্ঞেস করেছে তার ভিত্তিতে জবাব হয়েছে। 


ইতিহাসে আছে কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় একবার একজনকে বিয়ে করে সে রাতেই বাসরের আগে তাকে ছেড়ে চলে এসেছিলেন, আর কখনও জান নি। এইখানে বিয়ে করা আর চলে আসা ও কখনও না যাওয়া মোটামুটি প্রথমাংশ 

আর পেছনে কি কারণ ছিলো... সেটা ২য় অংশ । 


আমার এই প্রথমাংশ প্রীতিতে একজন ইতিহাসের প্রগাঢ় পাঠক হিসাবে সবচেয়ে বড় যে সুবিধা হয়েছে ...

তা হলো - “ ইতিহাসের কোন ( not a single) চরিত্রের প্রতি আমি বায়াসড হই না”


মামুন

১০/৩/২০২১

স্থান: ব্রীসবেন বাসওয়ে, ১৬০ নং বাস।


#ইতিহাস

#ইতিহাস_পাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন