পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

///মাথা ব্যথা///


 রাজা কহিলেন - “ যাহার  করিবে মাথা ব্যথা
                           তাহার যাইবে মাথা কাটা
                           মাথা ব্যথা মুক্ত হইবে এ রাজ্য
                           জানোতো , 
                           মাথা ব্যথা এক অকারণ প্রপঞ্চ”
রাজাক হুকুম হইয়া গেলো ফরমান
এদিক সেদিক খোঁজা হইলো মাথা ব্যথার প্রমাণ...
‘মাথা  ব্যথা’ শব্দ খানি হঠাৎ রাজ্যে হইলো উধাও
 আদেশ - দেখ মাথা ব্যথা আছে কি গোপনে কোথাও?
রাজ গোয়েন্দা গোপনে হাজির কবিরাজ- বৈদ্যি নিড়ে
মাথা ব্যথার পথ্য গোপনে বেঁচিয়াছে কি তারা কাহোরে?...
মাথা ব্যথার পথ্য  উধাও , কে দিতে চায় গর্দান 
মাথা ব্যথা মুক্ত রাজ্য- এমন নথি হইলো প্রদান...
রাজা এবার করিবে ঘোষনা - ‘রাজ্যে নেই মাথা ব্যথা’
হঠাৎ করিয়া ঘন বৃষ্টি বাদল আসিলো হইতে কোথা 
আনন্দে রাজা  হেরেম বাগানে ছুটিলো ভিজিতে তাই
আছাড় খাইয়া হঠাৎ পড়িয়া রাজার আর হুস নাই
কপাল ঠুকিলো শক্ত পাথরে,  ঝরিলো লাল রক্ত
বদ্যি আসিয়া হুস ফিরাইলো , দিলো ওষুধ পথ্য।
রাজা ডাকিয়া বলিলেন - ‘করিতেছে ভীষণ ব্যথা’;
বদ্যি বলিলো সঠিক বলেন ঠিক ব্যথা খানি কোথা...
রাজা আর তো বলিতে পারেনা, তবুও অঙ্গুলি ঠেকায় 
হঠাৎ সেনাপতি তরবারি লয়ে হাজির হইলো সেথায় ...
বৈদ্যি বলে - রাজা মশাই  মাথায় ব্যথা কি তবে?
রাজা কেঁদে বলে বলিলে পরে আমার গর্দানইতো যাবে।

///মাথা ব্যথা///

(১৮/১১/২০২০)
( স্থান : বাস টু রানকর্ণ , ব্রীসবেন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন