পৃষ্ঠাসমূহ

সোমবার, ২ নভেম্বর, ২০২০

ভন্ডামী

 ভন্ডামী



ভন্ড মনের প্রসেসরে হচ্ছে প্রসেস কবিতা

বরাক বাঁশের খোলের ভেতর বাতাস কিংবা শূন্যতা।

আইক্কাগুলো কেটেছেটে স্বার্থ প্রলেপ চকচকে

মিথ্যে আর ভন্ডামীর রংগুলে সব টকটকে।

শুদ্ধ কেবা শুদ্ধ কিবা - সব যেন ঐ ফিল্টারে

স্বার্থকথা নিংড়ে নিয়ে লুকিয়ে রাখে খোলটারে;

মানবতা- কিংবা ছাতা বৃষ্টি হলে সব ভোঁ দৌড় 

ভিজলে পরে জল শুকালে রোদকে বলে তুই যে চোর,

ছন্দ আছে গন্ধ আছে -বন্ধ তবুও সত্য  নীড়

যায়না বলা কথা গুলো মৃত্যু পথে করছে ভীড়...!

(কবিতা)

২/১১/২০২০

( স্থান : ট্রেন টু রানকর্ন, ব্রীসবেন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন