পৃষ্ঠাসমূহ

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

হস্তগত মোবাইল আর নেট কানেকশন / ইহাই বিদ্যা ইহাই ধন হলে প্রয়োজন

 চকলেট খেলে মজা লাগে কেনো এইটা সহজ কথায় তিন্তিলীরে বলছিলাম - অথচ মানব শরীরে এই রিলেটেড একটা ক্যামিকাল রিএ্যাকশনের নাম মনে করতে পারছিলামই না - গুগল করে পেয়ে গেলাম - Endorphins - এ গ্রুপ অব হরমোন - অনেক আগে আমি এনড্রোফিন নিয়ে কোন ব্লগে লিখেছিলামও - অথচ ব্রেন তার ঘোলা জলে ছিপ ফেলে শব্দ তুলতে পারে নি;

বিদ্যালয়ে আমি ভাবসমপ্রসারণে ওস্তাদ ছিলাম , বোকার মতই হুদাই আমি ভাব পাতার পর পাতা সম্প্রসারণ করেই যেতাম , করেই যেতাম - মাঝে মাঝে রচনার চেয়েও বড় লিখে ফেলতাম - সে কথা থাক - “ গ্রন্থ গত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন” ... একদম হাতে নাতে প্রমাণ পেয়েছি অসংখ্যবার - আমার আর আমার বোনের পারিবারিক লাইবেরেরী ছিলো ( আছে এখনও মুখ থুবড়ে), আমার হিসাবে কম করে এখনও হাজার চারেক বই হবে... কত জ্ঞান , অথচ অনেক জ্ঞান আমার পড়াই হয়নি, অনেক প্রয়োজনে অনেক রেফারেন্স খোঁজা হয় নি... পরহস্তে ধনের মত ...
তবে প্রযুক্তি এসে - ইন্টারনেট সহজ হয়ে
“ আপন হস্তে মোবাইল “ এখন কোন কিছু খুঁজে পেতে বাধ সাধে না কেউ যদি না ইন্টারনেট ডেড না হয় ...
তাহলে নতুন ভাব সম্প্রসারণ হবে -
“ গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
তা যতই দূস্প্রাপ্য হউক না কেনো
হস্তগত মোবাইল আর নেট কানেকশন
ইহাই বিদ্যা ইহাই ধন হলে প্রয়োজন”
জ্ঞানের জন্য গুগল আর সব খরচ বা পেমেন্ট তো তাও সে মোবাইল থেকেই করা যায় ।
গুগল নির্ভর ব্রেন বানিয়ে ফেলেছি আমরা...
তবুও আমি এই প্রযুক্তি পেয়ে গর্বিত...
কারণ আমি ‘ইন্টারনেট বিহীন’ আর ‘ইন্টারনেট সহ’ এই দুই ট্রানজিশন প্রজন্মের একদম মধ্যবর্তী প্রজন্ম ...
( অফ টপিক: আমি অষ্ট্রেলিয়ায় এসে অনেক ডাক্তার কে দেখেছি ওষুধ লেখার আগে সার্চ কর সেই ওষুধের ইনস এন্ড আইটস বা সুবিধা অসুবিধার ডিটেইলস দেখে নিতে ... মোস্ট এপ্রিসিয়েবল )
একখানা সমৃদ্ধ সার্চ ইঞ্জিন জ্ঞানকে যে কত ভয়ানক পরিমাণ সহজলোভ্য করেছে তা আমাদের প্রজন্মের চেয়ে ভালো কম্পেয়ার আর কে করিতে পারে 🐚🌎🐚

1 টি মন্তব্য: