পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নামকরণ হয় নাই

 কালকে বাসে বসিয়া বসিয়ে একটা আবল তাবকতগুলো বাক্য লিখেছিলাম- আজ চোখ মেলে দেখি তার মধ্যে একটা নোভিস কবিতা বসে আছে

▫️▫️▫️▫️

ভুলে গেছি সেই বসে আছি যেই
ছোট্ট পাহাড় বেয়ে সেই নদী ছুঁয়ে
ওপাশে বয়ে চলা মেঘেতে রোদ খুঁয়ে
সারাবেলা শুধু পাখীর ডাক
আর শান্ত জলের সুরে সুরে
মননে মিশে যাওয়া প্রকৃতির কোলে
নিয়ে সাথে যত বেদনা কষ্ট সুখ …!
মরে যাওয়া পাতার মর্মর শব্দ শুনে
জেগে ওঠে সুপ্ত স্বপ্ন যত মনের কোনে
নতুন করে এলোচুলে উড়তে থাকে আর
পাখিরা রঙ বেরঙের ডানা মেলে স্বপ্ন ছোঁয়
এক পশলা বৃষ্টি আসবে বলে কচু পাতার তলে
মাথা লুকাই আমারই যা আমার
ভুলে গেছি সেই বসে আছি যেই
কচু পাতার ছাতার তলে তলে
স্বচ্ছ নদীর বয়ে চলা জলে জলে
দেখেছি আমি আমার মাঝেই প্রকৃতি
অথচ বাস্তবতায় নেপথ্যের বাধা হলো
সভ্যতার রীতিনীতি ….!
(নামকরণ হয় নাই )
২৪/৫/২০২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন