পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৪ মে, ২০২৩

১৫ই মে ২০২৩

সুস্থির জীবন হবে হয়তো 

তারপর একটু সুস্থির ভাবনার বন্যা 

নতুন কোন সজ্জায় লেখা হবে নতুন কোন কবিতা!

তারপর মনে পড়ে কতদিন সমুদ্র পাড়ে, 

মহাসমুদ্র পাড়ে 

কিংবা ছোট নদী, বড় নদীর ধারে 

কতদিন দাঁড়িয়ে দেখতে দেখতে জেনে গেছি ওসবে

জলের মাঝে সুস্থিরতা কোন বাস্তব নয়! 

তাইলে জীবনে কেনো হবে - জীবনও তো ঢেউ 

সময়ের তোড় … জাগো ভোর কিংবা গহীন রাতে

বয়স কুড়ি হোক কিংবা এই  চল্লিশ পেরিয়ে আরও কিছু সামনে এগিয়ে, জন্মদিবসে

কবিতা লেখা হোক বা না হোক, 

                     কবিত্বই কি হৃদয় আসনে বসে?


মামুন ম. আজিজ

১৫/৫/২০২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন