পৃষ্ঠাসমূহ

সোমবার, ২০ মার্চ, ২০২৩

পরিষ্কার

 

শব্দতো ছিলোই; তবুও কবিতা হয় নাই
- গুর্দায় জোর লাগে !
আজকাল গুর্দায় বেশি বেশি পানি ঢালি
ভেজাল পরিহার করি- রাখি পরিষ্কার;
আজকাল ভয়ও কম !
অপরিষ্কার গুর্দা মানে অশুদ্ধ দেহমন
করে শুধু ভয়ের আবিষ্কার ॥

১৭/৩/২৩
(মামুন ম আজিজ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন