পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

‘Jung-E’

 ‘ট্রেন টু বুশান’ এর মত অসাধারণ মুভির পরিচালক Yeon Sang Ho এর লেখা ও নির্দেশনায় নির্মিত মুভি -‘Jung-E’


বাংলায় উচ্চারণ করতে গেলে চলে আসে - জঙ্গী… জোকস এপার্ট জঙ্গী টঙ্গী কিছু না, শতভাগ পিউর সায়েন্স ফিকশন যেখানে সময়কাল ২১৯৪, হাই হাই টেক আছে এতে, প্রচুর ইমোশনও আছে , ডায়ালোগ আছে আর যৎ সামান্য এ্যাকশন।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল স্টার খ্যাত অভিনেত্রী Kang-Soo-Yean আছে মুভিতে এবং এই মুভি নেটফ্লিক্সে রিলিজের ৭ মাস আগে কার্ডিয়াক এরেস্টে সে মারা গেছে । সংগত কারণে মুভিটির প্রতি কোরিয়ানদের বাড়তি সেন্টিমেন্টও থাকবে স্বভাবতঃ, আলোচনায় থাকবে মিডিয়ায় ।
কিন্তু তার উপর ভর করে হাইপ নয়, পরিচালক ইয়ং সাং তার মুন্সিআনায় মুভিকে যথেস্ট ভাবঘন এবং দর্শনতুল্য করেই বানিয়েছেন ।
মুভির মূল থিম - হিউম্যাম ব্রেনের ডাটা স্টোর ফর এভার…এর বেশি বললে সেটা স্পয়লারের ঢুকে যাবে ।
ট্রেন টু বুশানের মত এক্সাইটম্যান্ট বাড়াবে না মুভি কিন্ত একটা উন্নত মানের কমপ্লিট সাইফাই মুভির বিনোদন দেবে দর্শককে ।
পরের সিক্যুয়ালের প্রেক্ষাপট রেডি রেখে শেষ করেছে , যদি ২য় পার্ট আসে তবে সেটা এক্সাইটমেন্টে ভরপুর হবে আশা করা যায় ।
আমার রেটিং ৭.৫/১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন