কোহিনূর হীরা নিয়ে দেখি খুব লম্ফ জম্ফ চলছে । কোহিনূর হীরার বিশ্ব ভ্রমনের ঐতিহাসিক টাইম লাইনঃ
💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশের অধীন কোল্লুর নামক মাইনে কোহিনূর হীরাটি পাওয়া যায় বলে মনে করা হয় যা পরবর্তীতে ১১০০-১৩০০ শতকে গোলকুন্ডা সম্রাজ্যের রাজাদের কাছে থাকে
—> ১৪শ শতকের শুরুর দিকে তৎকালীন দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজী দক্ষিন ভারত দখল করার সময় হীরা করায়াত্ব করে —> ১৫২৬ সালে বাবর দিল্লীর সুলতান ইব্রাহীম লোদিকে হারানোর পর হীরার দখল নেয়
( উপরের টাইম লাইনের টুকু কন্ট্রভার্সিয়াল এবং বিপরীতেও নানা তথ্য আছে, অবশ্য পরের টাইম লাইনগুলো মোটামুটি ইতিহাস স্বীকৃত)
—>১৭১৮ সালে হীরার দখল পায় মুঘল সম্রাট মোহাম্মদ শাহ —> ১৭৩৯ সালে ইরানের শাসক নাদীর শাহ দিল্লী লুন্ঠন করার সময় হীরাও লুট করে নিয়ে যায় —>১৭৪৭ সালে নাদির শাহ খুন হবার পর তারই এক কমান্ডার আহমেদ শাহ আবদালির দখলে চলে আসে হীরা যে আফগানিস্তানে দুররানি সম্রাজ্য প্রতিষ্ঠা করে ও হীরা আফগানিস্তানে নিয়ে আসে
—>১৮১৩ সালে আহমেদ শাহ আব্দালির নাতি সুজাহ শাহ দুররানি রাশিয়ার সাথে এক যুদ্ধে হেরে যাওয়ায় পালিয়ে লাহোর পৌঁছায় যেখানে তাকে সাহায্য করে শিখ সম্রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিং এবং বিনিময়ে রঞ্জিত সিং হীরাটি প্রাপ্ত হয় —>১৮৩৯ সালে রঞ্জিত সিংয়ের পুত্র খরগ সিং শিখ মহারাজা হয় ও হীরার দখল নেয় এবং সেই বছর তার প্রধান মন্ত্রী ধীয়ান সিং তাকে অপসারণ করে জেলে পাঠায় এবং ধীয়ান সিংয়ের ভাই জম্মু ও কাশ্মিরের রাজা গোলাব সিং এসে হীরার দখল নেয় যা ১৮৪১ পর্যন্ত তার কাছে থাকে —> ১৮৪১ সালে রঞ্জিত সিংয়ের এক পুত্র শের সিং পাঞ্জাব ও লাহোর- পাঞ্জাবের মহারাজা হয় এবং হীরার দখল নেয় —> ১৮৪৩ সালে মহারাজা শের সিং ও প্রধান মন্ত্রী ধীয়ান সিং খুন হয় এবং শের সিংয়ের ৫ বছরেরে পুত্র দিলীপ সিং মহারাজা ও ধীয়ান সিংয়ের পুত্র ২৪ বছরের হীরা সিং প্রধান মন্ত্রী হয় এবং হীরা নাবালক মহারাজার হাতে বাঁধা রাখা হতো —> ২৯ শে মার্চ ১৮৪৯ সালে দ্বিতীয় এঙ্গলো- শিখ যুদ্ধের সময় পাঞ্জাব পুরোপুরি ব্রিটিশ রুলের অধীন হয় এবং ১১ বছরের দিলীপ সিংয়ের সাথে বৃটিশ সরকারের পক্ষে লর্ড ডালহৌসির সাথে চুক্তি হয় যা লাহোর চুক্তি নামে পরিচিত, সেই চুক্তির একটি শর্ত অনুযায়ী কোহিনূর হীরা বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর দখলে আসে
—>১ জুলাই ১৮৫০ হীরা একটি জাহাজে করে ইংল্যান্ডে পৌঁছায় —> ৩ রা জুলাই ১৮৫০ কুইন ভিক্টোরিয়াকে হীরা দেখানো হয় —> ১৮৫১ সালে লন্ডন গ্রেট এক্সিবিশনে হীরা জনগনকে প্রদর্শন করানো হয় —> ১৯৫২ সালে হীরা কেটে ছোট করা হয় এবং কুইন ভিক্টোরিয়া নিজের কাছে রেখে দেয় —>১৮৫৪ সালে পাঞ্জাবের মহারাজা দিলীপ সিং ১৫ বছর বয়সে ইংল্যান্ডে রাণী ভিক্টোরিয়ার সাথে দেখা করতে যায় এবং রাণী তাকে হিরা দেখায় —> ১৯০২ সালে রাজা এডওয়ার্ড ৮ এর স্ত্রী কুইন আলেকজান্দ্রা প্রথম তার রাজ মুকূটে হীরা সংযুক্ত করে —> ১৯১১ সালে হীরা খচিত মুকূট চলে আসে রাজা জর্জ ৫ এর স্ত্রী কুইন মেরির কাছে —> ১৯৩৭ সালে কিং জর্জ ৬ এর স্ত্রী কুইন এলিজাবেথ বওস লিওন এর মুকূটে —> ১৯৫২ সালে সদ্য প্রয়াত কুইন এলিজাবেথ ২ এর মুকূটে … —> ২০২২ এ নতুন বৃটিশ রাজা চার্লসের স্ত্রীর মুকূটে শোভা পাবে বলে ধারনা করা যাচ্ছে ।
🔸🔸🔸সংক্ষেপে🔸🔸🔸
দক্ষিন ভারত ( আন্ধ্রা প্রদেশ) - দিল্লী - ইরান - আফগানিস্তান - লাহোর ও পাঞ্জাব - ইংল্যান্ড
💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
#Kohinoordiamond
তথ্য সূত্রঃ ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন