পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পক্ষীছড়া

 উড়ছিলো একপাল পাখি আর দেখছিলে পদ্মা সেতু,

হঠাৎ দেখে গাড়ী থেকে নেমে কেউ বসে বসে মুতছিলো
কেউ শুধু ছবি আর কেউ কুঁদে নেচে টিকটক করছিলো
একপাশে একজন দুটো নাট খুলে তুলে হাতে নিচ্ছিলো,
পাখির চোখে পড়ছিলো ধরা কত কিছুই এমনে,
সেতু তো হয়েই গেলো, শিক্ষাটা বল হবে কেমনে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন