পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ভুলে থাক কিংবা সঠিকের ক্ষুদ্র বালুতে

ভুলের সমুদ্রে সাঁতরে সাঁতরে যখন উঠে গেলে তীরে

কোন ছোট  খাট দ্বীপে - সঠিকের বালু দ্বীপে

ধরতে গেলে ঝরে ঝরে পরে সঠিক গুড়ো বালু,

গা থেকে ঝরে পরে ভুলের জল .. বালু জমে যায় …

তখনই লাফিয়ে  উঠলে আনন্দে কোন .. হয়তো 

দীর্ঘ পথ সাঁতারের দক্ষতায় - গর্বে  কিংবা ভুলগুলো ঝরে পড়ছে বলে …

অথবা ভুলে জমা সঠিকের বালু মুঠো ভরে তুলতে পারছো বলে

যাই হউক না কেনো … রোদের আগ্রাসন এসে গেলে, ভুলের নোনা জল বাষ্প হলে, বালু আবার ঝরে পরে যায়,

সঠিকের ক্ষুদ্র ক্ষুদ্র বালু সব জড়ো করা দায় …

থাকা কি যায় এমন রুক্ষ ছোট দ্বীপে চিরকাল ?..

হয়তো অতি সত্বর আবার সঠিকের ছাড়া ছাড়া বালু  মেখে গায়ে পায় 

ভুলের সমুদ্রে নেমে যাবে তুমি … খুঁজবে নতুন বড় দ্বীপ ;

জীবন থেমে থাকে না … তাই ভুলে থাক কিংবা ছোট ছোট 

সঠিকেই….


( ভুলে থাক কিংবা সঠিকের ক্ষুদ্র বালুতে)

৩/৩/২০২২

#কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন