“কু” এর এক বাংলা অর্থ খারাপ, নষ্ট ।
বাংলা ব্যাকরণ ব্যাপক কঠিন। ব্যাকরণ শেখানোর জন্য নয় আসলে বলতে চাচ্ছি
বাংলাদেশে কু দিয়ে কোন এলাকার নাম হলেই সেটা খারাপ এইটা একটা কুসংস্কার জনিত মনোভাব।
কুমিল্লা, কুষ্টিয়া , কুমিরা… এসব এলাকায় কোন খারাপ ঘটনা ঘটলে নামের কারণে ঘটে না, ঘটে মানুষের অবনতি আর আইন শৃংখলার দূরাবস্থার কারণেই…
কুমিল্লায় কোন নরাধম পাপিষ্ঠ জন্ম নিলে আর নামে কু থাকলে এইসকল কারণে বিভাগের নাম করণ করা যাবে না এইটাও একটা কুসংস্কার।
তবে পদ্মা আর মেঘনা নামে বিভাগ বিষয় অবশ্য আমার ভাল্লাগছে … আসলে সবগুলো বিভাগের নামই প্রধান জেলার নাম বাদ দিয়ে এইভাবে করলে মন্দ হয় না— যেমন রাজশাহী বিভাগের নাম যমুনা, বরিশাল বিভাগের নাম কীর্তনখোলা … একটা নদীর জলের বহতা একটা কূলকূল ছন্দ নামগুলোর মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন