পৃষ্ঠাসমূহ

সোমবার, ১ নভেম্বর, ২০২১

ভুল

 হিমুলু নামে একজন তরুন একটি প্রকৌশল ইনিষ্টিটিউটে ভর্তি হয়ে প্রথম দিন ঢুকেছে ওয়েল্ডিং ল্যাবে।

দেয়ালে একটা লেমিনেটেড কাগজে লেখা -
“ খালি হাতে ওয়েল্ডিং এর সময় গরম আয়রণ ধরবে,
না ধরলে ল্যাবের ৫০% মার্কস কাটা যাবে”
এমন যদি রুলিং হয় যা বাস্তবে পালন সম্ভব নয় তাহলে সেই রুলিংটাই ভূয়া, এইরকম রুলিং থাকা আর না থাকা তখন সমান বিষয়।এই রুলিং সংশোধন করে বাস্তব সম্মত করতে হবে।
কেউ যদি সজ্ঞানে এমন রুলিং প্রদান করে থাকে তবে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে অথবা একটা কমা(,) র অভাবে যে লিখে প্রিন্ট করছে সে অদক্ষ…
হয়তো দু একজন সাহসী কমা(,) র ভুলটা ধরিয়ে দিতে রুল প্রদানকারী কর্তৃপক্ষের বা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করবে।
কর্তৃপক্ষ তখন - এর দোষ ওর দোষ দিতে থাকবে এবং একসময় কমা(,) টি না এর পরে বসিয়ে রুল ঠিক করা হবে ।
“খালি হাতে ওয়েল্ডিং এর সময় গরম আয়রণ ধরবে না, ধরলে ল্যাবের ৫০% মার্কস কাটা যাবে
ঐ দু একজন সাহসী ছাত্রের মধ্যে হিমুলু থাকতে পারে নাও পারে… কিন্তু ওমন সাহসী মানুষই পারে ভুলকে আঙ্গুল দিয়ে দেখিতে দিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন