পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

মিছে অন্ধত্ব

 চন্দ্রিমা রাত

     আলোক গোলক এক চাঁদ আকাশে

             পথিক খোলা পথে আছে বসে



এরপর উড়ে আসে ঘন কালো মেঘের চাদর

              ঢেকে গেলো আলো আর চাঁদ তাই;

এরপর পথিকের চোখ দুটো থাক খোলা কিংবা পর্দা নামিয়ে বুজুক দুটো চোখ ... দু অবস্থায় আকাশে চাঁদের অভাব তখন ...

কিন্তু পার্থক্য হলো-

খোলা চোখে দেখা যায় চাঁদ হারানোর কারণ

আর বোজা চোখে 

       যা ইচ্ছে ভাবা যায়, চাঁদটাকে ছোঁয়া যায়

         মিথ্যের অসীমতায় কে করিবে বারণ!

তাই কারণের সন্ধানে খোলা রাখি চোখ

             মিছে অন্ধত্ব সব নিমিষে দূর হোক ।।


(মিছে অন্ধত্ব)

৩/৮/২০২১


মামুন ম. আজিজ


#কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন