পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

#ট্রেনকাব্য

 আগে ট্রেনে বসে বসে লিখতাম - ট্রেন কাব্য

এখন আর লিখি না-
এখন আর ট্রেনে নিয়মিত রোজ রোজ উঠি না
এগুলো হলো মহামারী যাতনা;
ট্রেনের জানালায় সন্ধ্যের আলো-আঁধারে
অদ্ভুত ভাবে প্রতিচ্ছবি খেলা করে ...
সেখানে ঢুকিয়ে দিলে মস্তিষ্কটা ... কত কিছু বর্ণালী
কিংবা বিধৌত- ভেসে ওঠে এক জীবনে...
এমন একটা মহামারী দেখে ফেলবো
তা কি ভেবেছি আমরা এই জেনারেশন
-কখনও কোন কালে দিবা স্বপনে...
মস্তিষ্কের কথা বলছিলাম...আমাদেরগুলো
মানে মানুষেরগুলো-জৈব...
একটু আগে যে কম্পিউটারে জীবিকা কান্ড করছিলাম
তারও মস্তিষ্ক আছে - ওটা অজৈব ...
ওরটা চলে বিদ্যুৎ পেলে
আর আমারটা পেলে রক্ত ...
আদৌতে সভ্যতার এই অবিশ্বাস্য পর্যায়
এই কম্পিউার , এই ট্রেন ... এইসবে
-বিদ্যুৎ এখানে মুখ্য।
আর এই যে মানব জীবন, যার এত গরিমা
তার তাহলে মুখ্য হলো ঐ রক্ত ...
মস্তিষ্কে রক্ত বন্ধ তো ডুম! ... ধীরে ধীরে সব সিগন্যাল
বন্ধ... ক্যাশ মেমোরিগুলোও মুছে যাবে একটু সময় এগিয়ে গেলেই...
আর এই ট্রেনের জানালার প্রতিচ্ছবিগুলো স্থির হয়ে যাবে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেই ...
তাহলে ‘বিদ্যুৎ’ আর ‘রক্ত’
বৈদ্যুতিক যন্ত্র আর আমি বা মানুষ...
এর চেয়ে বাস্তব সত্য আর কি আছে...
এই রক্ত বিসর্জনের এক এক রীতি আছে
দুনিয়া জুড়ে কৃষ্টি - ধর্ম - পন্থায়
রক্তের বিনিময়ে স্বাধীনতা হয় ...
রক্তের বন্যায় সাঁতরে সাঁতরে শিশু সভ্যতা আজ বলিষ্ঠ যুবক
রক্ত দিয়ে জাদু টোনার মিথ্যে গল্প বোনা হয়...
রক্ত দিয়ে দিয়ে অনেক হয়েছে ...
এখন খেলা চলছে বিদ্যুতের
যার বিদ্যুতে শক করে সে জানে সময়টা বা
কারেন্টটা বেড়ে গেলেই রক্ত কেমনে থেমে যায়....
ট্রেনটা থেমে গেলে গন্তব্য এসে যায় ....এই এলো বলে-
তারপর
বিদ্যুতের খেলা থেকে নেমে শুরু হবে পায়ে পায়ে হাঁটা
শুরু হবে রক্তের খেলা...
২০/৭/২০২১
স্থান: ট্রেন টু রানকর্ণ, ব্রীসবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন