সূর্যটা একা একা জলে ভিজে গেছে
নিংড়ে শুকাতে হবে তাকে
তারপর জ্বলে পুড়ে তীব্র প্রতাপে...
মেঘ আর বৃষ্টিকে করে দিয়ে ভস্ম
সমুদ্র নোনাজলে মেশালে কান্না
লবন ছেঁকে পরে কান্নাটা রান্না
হয়ে যাবে বেঘোরে জানবে না কেউ
নিংড়ানো সূর্য জলে সমুদ্র ঢেউ
ঢেউয়ে ঢেউয়ে উদজানে নৃত্যের ধ্যান
সূর্যতে ফিরে যেতে ইচ্ছাটা ক্যান!
জল ঢালা মেঘগুলো থামছেনা আর
অম্লজানগুলো ছুটছে আবার
অম্লজানের হাতে বন্দী দুটো উদজান
দুইয়ের মিলনেই টেকে আমাদের প্রাণ,
সূর্যটা দূর থেকে রেগে মেগে শেষ
আবার শুকিয়ে ঢালে তাপের অশেষ...
ভূবনের হরিৎ পথে বাতাসের হাসি
অম্ল আর উদ মিলে ভালোবাসাবাসি...
আগা মাথা অশ্বময় দূরন্ত এ প্রান
এই নিয়ে তাপ মাখা জলের বাথান...
পানির কবিতা
২৩/৩/২০২১
স্থান : ট্রেন টু রানকর্ণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন