পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৮ মার্চ, ২০২০

হাঙ্গার গেমস কামিং !!!!!!

বিশ্বের ২.৯ বিলিয়ন বা ২৯০ কোটি এডাল্ট মানুষের  সম্পদ  বন্টনের এই পিরামিড বলছে:

* বিশ্বের মোট সম্পদের ৪৩.৯% রয়েছে ০.৯ % মানুষের কাছে
* ৩৮.৮% সম্পদ রয়েছে ৯.৮% মানুষের কাছে
অর্থাৎ বিশ্বের মোট সম্পদের ৮২.৭% সম্পদ রয়েছে মাত্র ১০.৭% মানুষের কাছে

বাকী ১৭.৩% সম্পদ আছে ৮৯.২% মানুষের কাছে (৮৯.২+১০.৭ = ৯৯.৯>>>০ .১ % কম হয় সবগুলো যোগ করলে, সে যা হোক)

এর মধ্যে আবার ৫৬.৬% এর কাছে আছে মাত্র ১.৮% সম্পদ মাত্র।

এই হলো পুঁজিবাদী ব্যবস্থার বর্তমান হাল হাকিকত।
করোনা ভাইরাস মানে COVID-19 এর চলমান আগ্রাসন ও ধ্বংসলীলার সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে সম্ভবত এই পুঁজিবাদ ব্যবস্থার রিজিড দেয়ালে।

এমন সময় আসতে পারে যখন প্রায় ১০ ভাগ মানুষের কাছে থাকা প্রায় ৮৩ ভাগ  সম্পদ বাকী ৯০ ভাগকে বাঁচানোর জন্য প্রয়োজন হতে পারে .. তখন প্রশ্ন ....       >>>১০ ভাগ মানুষ রিজিড দেয়াল বাঁচাবে না বাঁচাবে মানুষের ঢল ... ?🤔🦠🤔

#হাঙ্গার_গেমস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন