পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

বাংলা ক্যালেন্ডার পরিবর্তন (খ্রি: ২০২০)

১লা ফাল্গুন নাকি ১৩ ফেব্রুয়ারি থেকে এই বছর ১৪ ফেব্রুয়ারিতে শিফট করা হয়েছে, মূলত ২১ শে ফেব্রুয়ারির দিন ৮ ই ফাল্গুন মেলানোর জন্য এটি করা হয়েছে মনে হচ্ছে।


আগে কি ছিলো?
_______________
ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ‘বাংলা পঞ্জিকা সংস্কার’ নামক কমিটি সুপারিশ মোতাবেক গ্রেগরী ক্যালেল্ডার মানে সূর্য ক্যালেল্ডারের সাথে বাংলা চন্দ্র ক্যালেন্ডার এর ৩৬৫ দিনের সমতা আনতে প্রথম পাঁচ মাস ৩১ দিন ( বৈশাখ থেকে ভাদ্র) আর বাকী সাত মাস ৩০ দিন ( শুধু লিপিয়ার বর্ষে ফাল্গুন ৩১ দিন ) করা হয় ।
(৫x৩১+৭x৩০ = ৩৬৫)
এতে বাংলা চন্দ্র মাস হলেও আরবী চন্দ্রমাসের মত ৩৫৪ দিনে বছর হওয়া রোহিত হয়েছিলো।

কিন্তু ২১ শে ফেব্রুয়ারী হয়ে আসছিলে ৯ ই ফাল্গুন।

কি পরিবর্তন হলো?
__________________
খ্রি ২০২০ থেকে বাংলাদেশে নতুন বর্ষপঞ্জি অনুযায়ী এখন থেকে বাংলা বছরের প্রথম ছয় মাস ৩১ দিনে হবে।
বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন ।
এখন ফাল্গুন মাস ছাড়া অন্য পাঁচ মাস ( কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র) ৩০ দিনে পালন করা হবে।
ফাল্গুন মাস হবে ২৯ দিনের, কেবল লিপইয়ারের বছর ফাল্গুন ৩০ দিনের মাস হবে।

(৬x৩১+৫x৩০+২৯=৩৬৫)

-বাংলা বর্ষপঞ্জি পরিবর্তনের কাজটি করেছে বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ।

#বাংলা_ক্যালেন্ডার_পরিবর্তন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন