পৃষ্ঠাসমূহ

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বাবার স্মরণে কবিতার মত ....

অনেক ক’টা দিন ধরে বৃষ্টি হচ্ছে...থেমে থেমে;
অনেকটা ব্যতিব্যস্ততায় কেটে গেছে সারাবেলা
তেরো বছর এই জীবনে কত দ্রুত কত খেলা...
বৃষ্টি আরেক মনেতে ঝরে যার দিনক্ষণ কোন নেই
নেই সেখানে মেঘের রাজ্য, কাদায় মাতামাতি
ঘনবৃষ্টির মাঝে সরু পথ , তাই খুঁজে শুধু হাঁটি।



তেরে বছর একটু সময় একান্ত বসে ভাবার
হয়নি সময় জীবনে যে  নেই উপস্থিতি বাবার ...
কত দ্রুত ঝড়ের বেগে কত ঘটনার স্রোত
কত গতির সময় ট্রেনে  পরাণ ছিড়েখুঁড়ে
ঘনবৃষ্টির আড়ালে বসে গুমোট প্রহর জুড়ে...
কত কথা হায় ছিলো যে বাকী, সে কথা সব বন্দি
এলোমেলো হয়ে হারিয়ে কথারা মুখ লুকিয়ে কাঁদে
অমবস্যায় আঁধার মাঝারে  লুকিয়ে তাকাই চাঁদে...

এক এক করে তেরোটি  বছর , চলে গেছে এই দিন
অসম্পূর্ণ যাকিছু সবই কুয়াশায় অমলিন
সে সব খোঁজারও হয়নি সময় , বড্ড অকাজে ব্যস্ত
বৃষ্টির মাঝে সরু পথ নিয়ে নানান জল্পনা
তেরো বছর আগের সে রাত কখনই ভুলবোনা...
কি কথা যে হয় নি বলা মাঝে মাঝে সেই ঢেউ
কি উপদেশ হয়নি সতেজ তাও খুঁজি নুড়ি তীরে
তেরোটি বছর এই জীবনে জমা জঞ্জাল ভীড়ে।

এখনও বাহিরে বৃষ্টি হচ্ছে, মনে যত গুমোট কষ্ট
এখনও মনে সময়ের স্রোতে কবিতা বোধ স্পষ্ট
এখনও ভাবি একটা বেলা বসে বসে মেলাবো হিসেব
এখনও ভাবি এইতো সেদিন বাবার সাথে আছি বসে
তেরোটি বছর কত কাদা পানি আর কত স্বপ্ন শেষে
ঘুরে ঘুরে এই দিন চলে আসে, হয়তো আসবে আরও
অনেক স্মৃতি বাবার সাথে মনে বারবার নৌকা বায়
তেরোটি  বছর জীবন কত দ্রুত শেষ হয়ে গো যায়...!

#কবিতা

১২/২/২০২০

তেরো বছর আগে এই দিন
—————————-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন