প্রথমত : অনেক মানুষ আছে যাদের সময় কাটে না
দ্বিতীয়ত: কিছু মানুষ আছে যাদের কাছে সময়ের পরিমাণ খুব স্পষ্ট, পরিমাণমত নির্দিষ্ট কিছু কর্মকান্ড পছন্দ করে সেগুলো সম্পাদনের মাধ্যমে সময়ের সাথে তাল মিলিয়ে উৎকৃষ্ট পন্থায় সময় কাটায়।
আর তৃতীয়ত হলো আমার মত যাদের কাছে সময় সব সময় কম পরে যায় । এত কিছু করার থাকে বা করার আছে মনে হয় যেখানে সময় ধুপধাপ পাশ কাটিয়ে চলে যায় ।
আমার দুনিয়ার সব মুভি দেখে ফেলতে মন যায় , ইদানিং কিছু ওয়েব সিরিজ ও দেখতে মন চায়, ইতিহাসের সব কিছু পড়ে ফেলতে মন চায়, নতুন প্রযুক্তির ট্রেন্ড বুঝে ফেলতে মন চায়, নিজের সময়কে গল্প আর উপন্যাস বানিয়ে লিখে রেখে যেতে মন চায়, দূর্বার গতিতে এদিক সেদিক ঘুরতে মন চায়, না বলা কথা যত কবিতার মত অস্পষ্ট সুরে লিখতে মন চায়, অনলাইনে ব্রাউজ করতে মন চায়, সোশ্যাল মিডিয়ায় মানুষের কীর্তি কলাপ স্ক্রল করতে মন চায় , সারাক্ষন দুই কন্যার সাথে খুনসুটি আর খেলতে মন চায়, পরিবার নিয়ে লং ড্রাইভে যেতে মন চায়, টিভির রিমোর্ট যথেচ্ছা টেপাটেপি করতে মন চায়, সকল ধর্মগ্রন্থ আর মিথলজিক্যাল গল্প জানতে মন চায়, প্রচুর গান শুনতে মন চায়, বাঁশী বাজানোর চেষ্টা চালিয়ে যেতে মন চায়,
বনে বাঁদাড়ে ঘুরে ঘুরে রঙ বেরঙের পাখি দেখতে মন চায় ,
পুরানো বন্ধু সাথে চায়ের দোকানে আড্ডা দিতে মন চায় ,
উইকিপিডিয়ার সবগুলে পাতা পড়ে ফেলতে মন চায়,
ইউটিউবে অডিও গল্প শুনতে মন চায়, সোশ্যাল মিডিয়াতর লাইভ আড্ডা শুনতে মন চায়, মাঝে মাঝে কম ঘুমাতে মন চায়, বাগান করতে মন চায়, কমেডি শুনতে মন চায় , নতুন করে কিছু প্রফেশনাল বিষয় শিখতে মন চায়, অনৈচ্ছিক আচরণ একদম শূন্য করতে মন চায়, ফেসবুকে হালকা কিছু স্ট্যাটাস দিতে মন চায়, সমাজের সকল কুসংস্কার দূর করে ফেলতে মন চায়.... ইত্যাদি ইত্যাদি কত কত চাওয়া সব কি আর এক বসাতে মনে পড়ে.... মনে পড়লো এবং এমন কতগুলো উল্লেখ করলাম যা একটু একটু করে হলেও করেছি বা করি....
কিন্তু ঐ যে একটু একটু ...
আসলে দ্বিতীয় গোত্রের মানুষ যেখানে চরম সফল সেখানে এই তৃতীয় গোত্রের মানুষ সবচেয়ে অসহায় , দূর্বল এবং অসফল কারণ শেষমেশ কোন কিছুই পূর্ণভাবে করা হয় না, কিন্তু তবুও প্রথম গোত্রের মত কখনও আফসোস করে বলতে হয় না “ সময়তো কাটে না”.....
#মনকথা
স্থান : ১১১ নং বাস
ব্রীসবেন
7/2/2020
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন