যে চারদেয়ালি কুঠুরিতে
আমার
কবিতার আনাগোনা ছিলো
সে কুঠুরির দরজায় ক’টা চেলা কাঠ
একে একে জুড়ে জুড়ে বড় বড়
গজাল গেঁথেছে ক্রমাগত যারা
তারা
শোনো
চেলা কাঠগুলে পঁচে গেছে
আলগা হয়ে ঝুলছে গজাল
তারচেয়ে আরও বাস্তবতা হলো-
কুঠিরির অন্তত দুটি দেয়াল
একদম
ভেঙে ফেলেছি কত আগেই...!
( মুক্ত কবিতা কুঠুরি)
২৯/১১/২০১৯
( অফিসে কাজের ফাঁকে)
ব্রীসবেন
#কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন