পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

তোষামোদ বিষয়ক তেল


ভেতরে আর বাহিরে আয়নার দু জগত- প্রতিরূপ
অথচ এক জগতে ভেতরে ধুলো নেই, ধুলোর ছবি ওড়ে

সেখানে চকচক করে তেল, ছোঁয়া যায়না, পথ ভোলায় না;
বাহিরে পথ ভোলানো তেল, মজে গেলে ডুবে যাবে গা
আর এড়িয়ে পালিয়ে একা হলে তেলে  পিছলে যাবে পা;
সরু সরু গিরি খাদ, ঢাল নেমে গেছে ...
যারা উপরে দাঁড়িয়ে আছে, পোষাক আশাক আর
হাত পা চুল বেয়ে টপটপ তেল ঝরে
ফলে ঢালে নামা ফেরারী যোদ্ধারা বেসামাল...
তেলের বৃষ্টি, তেলের সৃষ্টি রসালো মিষ্টি
তেলে তেলে যবযবে উচ্ছিন্ন দূর্নীতি কৃষ্টি
তেল দেবেনা ...নেবেও না তেল...তবে তুমি
তেলে ডোবা তেলে পিঠে - কদর নেই, তবুও
একটু কামড় বাসতে সবাই ভালোবাসে ...
আর ওদিকে
ভেতরের জগতে সবাই তেল ছাড়াই হাসে;

৩০/১১/২০১৯ রানকর্ণ, ব্রীসবেন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন