পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

কিভাবে পড়বেন ই-বুক -'অদৃশ্য পোকা এবং মিথ্যে'

‍'অদৃশ্য পোকা এবং মিথ্যে' -ই-বুকটি  লোড করার পদ্ধতিক্রম

পরিচিত  কেউ কেউ ই-বুক কখনো পড়েন নি এবং ই-বুকের সাথে সংশ্লিষ্ট নয় জানানোর কারণে খুব সহজে Kobo Books হতে ই-বুক পড়ার পদ্ধতি ক্রমটি সচিত্র তুলে ধরা হলো:

১। গুগল প্লে স্টোর (Play Store) এর সার্চে  Kobo Books লিখুন।
২।  Kobo Books এর অ্যাপস টি ইনস্টল করে অপেন করুন।



৩।  ফেসবুক একাউন্ট দিয়ে, গুগল একাউন্ট দিয়ে কিংবা নতুন করে একাউন্ট খুলে  Kobo Books এর ই-বুক জগতে সাইন ইন করা যায়।



৪। এবার সার্চ বাটনে  'অদৃশ্য পোকা এবং মিথ্যে' বাংলায়  লিখুন , ক্লীক করুন।



অথবা

সরাসরি নিচের লিংকে ক্লীক করুন।
https://www.kobo.com


৫। ই-বুকটির উপর ক্লীক করুন এবং "View in my e-books" এই  লেখার উপর ক্লীক করে ই-বুকটি আপনার একাউন্টে পারমানেন্টলি এড করে নিন।









৬। যখন খুশি অ্যাপস ওপেন করে 'my e-books' থেকে বই এর পাতা খুলে , পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়তে থাকুন।



Kobo Books এ অসংখ্যা বই রয়েছে, যার অনেকগুলোই আবার আমার ই-বুকটির মত বিনামূল্যে পাওয়া যায়। উপরের পদ্ধতি প্রয়োগে নিয়মিত ই-বুক পড়ার অভ্যাস করুন। পাঠকে সহজ করুন। পাঠকে ভালোবাসুন।

....

ই-বুক পড়তে যদি কারও এর পরো অনীহা বা অসুবিধা হয় কিন্তু আমার গল্প সংকলন পড়ার কিঞ্চিৎ অভিপ্রায় থাকে তবে নিচের লিংক থেকে সহজ সরল PDF ডাউনলোড করেও পড়তে পারেন।
'অদৃশ্য পোকা এবং মিথ্যে' -PDF link


ধন্যবাদ।

1 টি মন্তব্য: