চলছে-বউকে মেরে ঝিঁ'দের ভয় দেখানো
চলছে- ফেসবুক দিয়ে ইন্টারনেট চালানো
চলছে- শুধু ক্যাশ মেমোরি ওয়ালা ব্রেন
এবং চলছে রোজ সকালের এই ট্রেন
চলছে- গাড়ীদের জিম এ ফিটন্যাস বাড়ানো
চলছে- মৃত গাড়ীদেরও মেদ কমানো
চলছে- এক পায়ে লাল ঠৌঁটে সাদা ক্রেন
এবং থামলো বলে রোজ সকালের এ ট্রেন।।
চলছে- ফেসবুক দিয়ে ইন্টারনেট চালানো
চলছে- শুধু ক্যাশ মেমোরি ওয়ালা ব্রেন
এবং চলছে রোজ সকালের এই ট্রেন
চলছে- গাড়ীদের জিম এ ফিটন্যাস বাড়ানো
চলছে- মৃত গাড়ীদেরও মেদ কমানো
চলছে- এক পায়ে লাল ঠৌঁটে সাদা ক্রেন
এবং থামলো বলে রোজ সকালের এ ট্রেন।।
#ট্রেনকাব্য ৩৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন