পৃষ্ঠাসমূহ

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

#ট্রেনকাব্য ৩৬

ট্রেনে উঠতে উঠতে ভেবেছিলাম
অাজ একটু শব্দের খেলা খেলবো
একটা নতুন ট্রেন কাব্য লিখবো
অথচ ফেসবুক ঘাটতে বসে সে গুড়ে বালি
চিত্র ঘটিত সমালোচনায় দৃষ্টি ঢালি...

এক অালোকচিত্রির রাজপথে জমা জলে
লুকানো গর্ত খুঁজে ভীষণ কষ্টে বলে
টপাটপ গর্তে পড়ে যাওয়া অসহায় মানবের
দৃশ্যবন্দী সিরিজ ছেপেছে অন্তর্জাল
... অাহা! কত কষ্ট... কার?
অালোকচিত্রি যে-নিশ্চয় তাহার...(!)
অথচ তার মুখ ছিলো, মুখে কথা ছিলো
গর্ত নিয়ে সাবধান করার সুযোগ ছিলো
কিন্তু তিনি কথা বলেন না
কথা বলে শুধু তার লেন্স- নীরবে।
ওদিকে তুমুল হট্টগোল - কথার প্যাচ...
ঝিরিঝিরি বৃষ্টি, ভেজা ক' ধাপ সিড়ি
অাহা মরি মরি, নান্দনিক...
তারই চিত্রের অারেক সিরিজ
অারেক অালোকচিত্রি...
অার চিত্র মাঝে এক দৃশ্য - প্রকাশ্য
অধর স্পর্শ কোন অচেনা যুগল
ভাব খানা এমন যেন এ কোন অজানা ভূগোল।
অনুমতি নামে একটা বিষয় অাছে সভ্যতায়
কে মনে রাখে? অালোকচিত্রি তো নয় বটেই...
সমালোচনার বন্যা বইছে এখন বিডি ফেসবুকে
অার এর ফাঁকে কত অালোচনা ঢাকা পড়ে গেলো প্রকাশ্যে চুমুতে ঢুকে ট্রল বাহানায়
অনেকের মন অার মননে যুদ্ধের টংকার...
থেমে গেলো ট্রেনের ঝংকার।
বাই বাই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন