পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

ট্রেনকাব্য ০৩৪ //রাখালকিশোর ও বাঘ

গতকাল হেঁটে দৌড়ে ট্রেন ধরেছি
অাজ গাড়ী চালিয়ে এসে ট্রেন মিস্....
কচ্ছপ অার খরগোশ গল্পের ইম্পলিকেশন
জীবনে মারাত্মক...
গতকাল অারও একটি এরূপ গল্পের ট্রল জোকস
পড়েছি
ঐ সে 'রাখাল বালক অার বাঘ'...
সে গল্পের কী শিক্ষা প্রশ্ন করতেই এক ছাত্রের উত্তর
-' যতক্ষন বলিবে মিথ্যে, সবাই অাসিবে সাহায্য করিতে
যেইবার শুধু সত্য বলিবে , জীবন হইবে গত। '
বাহ!
এভাবেই মোল্ড হয়, সুখ হয়
মিথ্যের জয় হয় রচিত...
তারপর চলে যায় যুগযুগ...
সত্যিকারের বাঘের সামনে পড়ে অার ক'জনা
অামি পড়ি বারবার সামনে স্বপ্নে...
স্বপ্ন নিয়ে চিৎকার করে লাভ হবে না।
তবে স্বপ্ন নিয়েও ব্যবসা হয়, করে...
গুহায় অাটকে থাকা কতগুলো কিশোরের শূন্য উদরের
ক্ষুধাও এক বাঘ হয়ে ঘুরে ফেরে স্বপ্ন গুহায় অামার...
ওরা মুক্ত এখন... সভ্যতার জয়
অথচ ভয় যারা চিৎকার করে 'বোম বোম',
পারমাণবিক বোম যদি একদিন রাখালের বাঘ হয়!
সো হোয়াট...
ব্রাজিল হেরে গেলেও অামি লুকাকুর সাপোর্ট করি।
কারা যেন লুকাকুর ধর্ম নিয়ে ফেসবুকে খোঁচাখুঁচি করছে...
ওদিকে একজন ফুটপাতে শুয়ে থাকা অসুস্হ 'মা'
এখন হাসপাতালের বেডে,
ছোট শিশুটা বড় হলে কোনটা মনে রাখবে-
"যে যুবক গুলো তার মাকে হাসপাতালে নিয়েছে
নাকি রাষ্ট্রের উদাসিনতা!"
তুচ্ছ বিষয় কিন্তু এমন মা তো ফুটপাতে এই একটাই নয়...
কত দুষ্টু কিশোর বালক মনের খাঁচায় বাঘ পোষে অাজকাল ও
অার মুখে বলে .... "বাঘ কই বাঘ কই ",
সবাই হাসে... তারপর একদিন যৌবণে বাঘ বের করে অানলে দৌড়ে পালায় ভীতুর দল।
১০/৭/২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন