পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

ট্রেনকাব্য ০২৫

কবিতা মানে ভাবনা
ভাবনা মানুষের নিউরনগুলো
স্বাস্হ্যবান করে
ভাবনা মানুষকে নিজের
কাছে নিজেকে করে মুক্ত
ভাবনার দৃঢ়তা অপকান্ড
থেকে করে নিবৃত্ত
ভাবনা হলো মস্তিষ্কের ব্যায়াম
কবিতা হলো সে ভাবনার
একখানা ইনস্ট্রুমেন্ট
ভাবতে হবে
গন্তব্যের অাগেও
এবং পরেও গন্তব্যের
ট্রেনে কিছু নীরব ভাবনার ক্ষণ

এই ক্ষুদ্র কাব্যতো শুধু নয়
যা শোনানোর অার যা
এখনও শোনানোর নয়
কত কিছু ভাবনাময়
কত কিছুই তো শোনানো যায়
ট্রেন তো থেমে যাবে
কিন্তু অধিকাংশের না শোনার ইচ্ছেটা নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন