পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ট্রেনকাব্য ২৮

এখানে ট্রেন সেকেন্ড মিনিট হিসাব করে
অাসে যায়
অন্তত অনলাইনে সময় দেখে
সময়মত পৌঁছে গেলেই হয়;
ধরুন

ড্রাইভারের সম্মুখ ঘড়িটির ভুলে
অনলাইনে দেখা সময়ের
এক মিনিট অাগেই ট্রেন ছেড়ে দিলো
অামি চেয়ে চেয়ে দেখলাম
ডোর ক্লোজড হচ্ছে
সরু গলির ট্রেন চলে যাচ্ছে...
অথচ সময় তখনও
মোবাইল ঘড়িতে মিনিট প্রায় বাকী
অামার মেয়ের মাকে
কল দিয়ে বললাম, " অাজ ট্রেনটা সময়ের
১ মিনিট অাগেই ছেড়ে দিলো,
এটা ড্রাইভারের অন্যায়..."
উত্তর এলো, 'তোমারই দোষ, ৫ মিনিট অাগে গেলে
কি হয়!"
.... এটি হলো খুব সরল
সহজ উদাহরনে
"'ভিক্টিম ব্লেইম"।


#ভিক্টিমব্লেইম
#বাংলাদেশে প্রায় সকল ধর্ষিতা এবং অনেক লেখক "ভিক্টিম ব্লেইম" এর শিকার হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন