পৃষ্ঠাসমূহ

শনিবার, ১০ মার্চ, ২০১৮

অতীত-বর্তমান-ভবিষ্যত

অাকাশে মেঘ করেছিলো
- অতীত,
মেঘ থেকে নেমে অাসবে বৃষ্টি
- ভবিষ্যত,
ছাতাটা সাথে নিয়ে বের হচ্ছি
- বর্তমান,
তাহলে বর্তমান না হলে পরিকল্পিত
ভবিষ্যতে সর্বাঙ্গ অনৈচ্ছিক বৃষ্টি বিধৌত
তাহলে অতীত হলো বর্তমানে কার্য নির্দিষ্টকরণ সূচনা
এই বাস্তবতা দেখি রাষ্ট্রযন্ত্রও অনেকসময় মানে না!
হয়তো যুক্তি থাকে-সব মেঘে কি বৃষ্টি হবে!
কিন্তু এতো সত্যি মেঘে কিছু রোদ তো ঢাকে।

৫/৩/১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন