পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

বন্ধ চোখ






 মামুন ম. আজিজ

এরপর উল্টো সোজা নেই
আঁকা বাকা নেই, আলো নেই, নেই ছায়ার বিভ্রান্তি
আঁধার মাখা এক দুষ্টুমী আছে, আছে হালকা রক্তবর্ণের

একপাল ধূপছায়ার অবিরাম কড়াঘাত...
প্রচন্ড হট্টগোলের আওয়াজ অথচ দৃশ্য নেই
বিরক্তি উদ্রেগ সব হর্ণ বাজছে, ঠোটাঠুকি হচ্ছে, হচ্ছে নানান
বেসুরো ধ্বনি, বোঝার উপায় নেই কে কোথায়?
কেউ ডাকছে, দিক বোঝা যাচ্ছে, উৎকণ্ঠার প্রতিচ্ছায়া নেই
কোন এক পাখির সুর দূর থেকে দূর মনকে নিয়ে যাচ্ছে
কি পাখি, কি তার রঙ, কোন গাছের ডালেতে সে বসে
কিচ্ছু নেই, কিচ্ছু জানার নেই, পাখির ডানার ভাসার সুখ আছে
এবং সত্যি কথা বারুদের গন্ধ ছিল একটু আগে, তাও নেই
অনেকেই দেয়াল ঘেঁষে মুতেছিল, সে গন্ধও নেই...
কেউ আমাকে সত্যি বলেছিল চোখ বুজলে বাজে গন্ধও দূর হয়
সেদিন বিশ্বাস করিনি, আজ করছি, দৃশ্য  আর গন্ধ তাহলে
সমানুপাত ধরে নতুন উপপাদ্য রচছি মনে মনেই,
আমি তো আড়ালে লুকিয়েছি, দেয়াল টপকে পড়ে আছি
ওপাশে সব মরে যাক, কোন দৃশ্যতো নেই, কেবল আছে
গোটাকয়েক পরিচিত শব্দ, আমার চোখ এখনও ঠিক বন্ধ।

২৯/১/২০১৪

1 টি মন্তব্য: