পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

২০১৪ গ্রন্থমেলায় প্রকাশের অপেক্ষায়....(আমার দু'টি গ্রন্থ)

সাদাকালো শ্যাওলা 
সাদাকালো শ্যাওলা'র প্রচ্ছদ
২০১৪ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে আমার পঞ্চম গল্পগ্রন্থ ‘সাদা কালো শ্যাওলা’। 
বইটি প্রকাশ করছে ভাষাচিত্র প্রকাশনী। 
সংকলনটিতে সর্বমোট গল্প ৯টি। গল্পগুলো ঠিক অবাস্তব অবয়বের দর্পন নয়, বরং বাস্তবতার এক পুকুর ঘাট, সম্মুখে যার জলের হালকা তরঙ্গের ঢেউ, একটু ঝুকলেই দেখা যায় প্রতিচ্ছবি চারপাশের এবং সমসাময়িক বাস্তবতার পরিবেশ। ছন্দবদ্ধ করে প্রকাশ করলে যেন অনেকটা...




 

‘চারকোণা এক বাক্স...   আধা সাদা, আধা কালো
চারকোণা এক দেয়াল... আধা ছায়া, আধা আলো
এক গুচ্ছ মেঘ আকাশে... কিছু কালো, কিছু সাদা
এক প্রহরের বৃষ্টি পরে... মন মাটি মেখেছে কাদা
ভাবনা মগ্ন কবির মনে...  মিশেছে আঁধার-আলো
সবখানে মিলে মিশে ঐ...    রয়েছে মন্দ-ভালো
দীর্ঘকালের পথের ধারে... জমেছে শ্যাওলা যত
সাদা-কালো মন পর্দায়...       রঙিন নাটক তত’

কল্প এবং...
... 'কল্প এবং'  নামের সায়েন্স ফিকশন গ্রন্থটিতে অনুজ সাহিত্যিক তাহমিদুর রহমানের সহযোগী হবার প্রস্তাব পেয়ে না গ্রহণ করার কোন কারণই ছিল না।
তাহমিদকে প্রথম চেনা কবি হিসেবে। আমার নিজেরও শুরুটা কবিতা দিয়েই, শুধু শুরু কেনো এখনও মন কবিতাতে ডুবিয়ে রেখেছে মননের মধুরতম অংশটি। সে দিক দিয়ে দু’জনের একটা যৌথ কবিতা সংকলন হলে খুব মানাতো। আবার অন্যদিকে লক্ষ্যনীয় বিষয় হলো তাহমিদ এবং আমি দু’জনেই পেশাগত দিক দিয়ে প্রকৌশলী। তাই আবার বৈজ্ঞানিক কল্পনা হয়তো আমাদের মানায়ও। যদিও বিগত বছরগুলোতে কয়েকটি একক গল্প সংকলন প্রকাশের পর স্বাভাবিক কথা সাহিত্য চর্চায় যতটা প্রাণবন্ত হবার দুঃসাহস দেখাতে পারি, বিজ্ঞান নিয়ে কল্প কাহিনী রচনায় আসলে ততটা প্রাণবন্ত হতে পারিনি। অন্তত আবেগকে এড়িয়ে পুরো এক যান্ত্রিক জগতে নিজেকে ডুবিয়ে দিতে পারি না, জ্ঞানের অভাবে মনপাখা মেলে ভাসতে পারি না মহাজাগতিক শূণ্যতায়। তা পারলে হয়তো বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো খুব বিজ্ঞান ভিত্তিক হয়ে উঠতো। তথাপি আবেগ আর বিজ্ঞান মিলিয়ে যে খিঁচুড়ী তৈরী করতে পেরেছি, আশা করি তা পাঠককে সম্পূর্ণ নিরাশ করবে না।


নামঃ  কল্প এবং...
ধরণঃ সায়েন্স ফিকশন ছোট গল্প সংকলন
(মামুন ম. আজিজের ৪টি এবং তাহমিদুর রহমানের ৬টি গল্প)
প্রচ্ছদঃ চারু পিন্টু
প্রকাশকঃ এক রঙা এক ঘুড়ি
গ্রন্থেমলায় প্রাপ্তিস্থানঃ লিটল ম্যাগ কর্ণার, গদ্যপদ্য প্রকাশনীর ষ্টল
লিখিত মূল্যঃ ২০০ টাকা মাত্র

1 টি মন্তব্য:

  1. বই দুটি হাতে নিয়ে দেখার অপেক্ষায় রইলাম। প্রচ্ছদ এবং শুভেচ্ছা মূল্য মুগ্ধ করতে পারলে আশা করি এই বই দুইটি আমার গল্পের ঝুলিকে সংখ্যা বাড়াবে এবং আমার জমানো ভালো গল্পের বইয়ের তালিকাকেও সমৃদ্ধ করবে।
    শুভকামনা রইলো বই দুটির জন্য।

    উত্তরমুছুন