পৃষ্ঠাসমূহ

বুধবার, ২০ মার্চ, ২০২৪

Data, information, knowledge এবং wisdom

ℹ️data, information, knowledge এবং wisdomℹ️



বাংলায় বললে উপাত্ত, তথ্য, জ্ঞান এবং প্রজ্ঞা ।


কিন্তু পার্থক্য কি এগুলোর ⁉️

আমার মনে পড়ে না সেই যে ১৪ বছর স্কুল আর কলেজে পড়েছি - কোথাও কেউ শেখায় নি। 

খালি মাথায় ঢুকায়ছে জ্ঞান অর্জন কর , জ্ঞান অর্জন কর। 

জ্ঞানের ভারে মাথা নুয়ে পড়েছে অথচ জানি না কিছুই।


তাই ইদানিং এই গুলোর  পার্থক্য বুঝতে চেষ্টা করছি 

দেখি একটু বুঝতে পারি কিনা?

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


ধরেন.. 


আমি একটা পুরাতন সেডান গাড়ী কিনবো ।

আমি আমার বাজেট জানি সে বাজেটে কি গাড়ী পাওয়া যেতে পারে, কোন সালের তৈরী পাওয়া যেতে পারে এগুলো গুগল সার্চ করে জেনে নেবো  -   কত কিমি চলা গাড়ী বা কত পুরাতন হলে পার লিটার পেট্রোলে কত কিমি চলা উচিৎ — এইগুলো হলো আমার র ডাটা। ◻️


এবার আমি একটা ডিলারের কাছে গেলাম - দুইটা গাড়ী চয়েজ করলাম - একটা ২০১৬ টয়োটা করোল্লা আরেকটা ২০১৬ মাজদা থ্রি ।

ডিলারের কাছ থেকে জানলাম কোন গাড়ী কত কিলোমিটার চলেছে , কোনটা পার লিটারে কত কিলোমিটার চলে, দাম কোনটার কত ইত্যাদি-  এগুলো হলো আমার ইনফরমেশন। ◾️


এরপর আমি দুইটা গাড়ীতে ড্রাইভিং সিটে বসলাম , ওডোমিটারে কত কিলোমিটার লেখা দেখে তথ্যের সাথে মেলালাম, স্টার্ট দিয়ে দেখলাম ইঞ্জিনের কন্ডিশন, তারপর চালিয়ে দেখলাম - এবার  পেলাম গাড়ী দুটো সম্পর্কে নলেজ বা জ্ঞান।◻️


( যদিও কত কিলোমিটার পার লিটারে চলে সেটা দেখা আসলে টেস্ট ড্রাইভে সম্ভব না , থিউরিটিক্যালী সম্ভব- পাম্পে গিয়ে খালি অংশ পেট্রোল পূর্ণ করে বেশ কিছু কিলোমিটার চালিয়ে তারপর আবার ট্যাঙ্কি পেট্রোলে পূর্ণ করে দুইবার কত পেট্রোল নেয়া হয়েছে তার পার্থক্য কত কিলোমিটার চলেছে সেটা দিয়ে ভাগ করে প্রতি লিটারে কত কিমি চলেছে তা বের করা সম্ভব - এই থিউরেটিক্যালী সম্ভব কাজটিকে বলা  বলা যেতে পারে Insights , ইনসাইট হলো জ্ঞান ও প্রজ্ঞার মাঝামাঝি একটা জিনিষ)


এইবার সব তথ্য ও জ্ঞান ( এবং ইনসাইট) কে জুড়ে, কম্পেয়ার করে কোন একটা কার কেনার জন্যে উপযুক্ত ও লাভজনক নির্ধারণ করা বা একটাও উপযুক্ত না হলে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবার অন্য ডিলারের কাছে ডাটা-ইনফরমেশন- নলেজ এর জন্য যাওয়া এবং একই প্রসেসে একটা উপযুক্ত ও সঠিক কার কেনার জন্য নির্ধারণ করা- এই কাজ হতে পারে উইসডোম বা প্রজ্ঞা ।◾️


( এই উদাহরণ অনেক সরল, এতে অনেক flaw  বের করা সম্ভব তথাপি data, information, knowledge & wisdom বোঝার জন্য এটা একটা স্ট্রেট লাইন সরল উদাহরণ হতে পারে ) 


#data

#information

#knowledge

#wisdom

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন