পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

মরনোত্তর অঙ্গদান - After ব্রেন ডেথ and সার্কুলেটরি ডেথ

 




সর্বপ্রথম ডাঃ হাবিবুর রহমানকে বিশেষ অভিনন্দন কারণ শুভ্র দাঁড়ি টুপিতে তাকে যথেষ্ট ধর্মপ্রাণ মুসলীম মনে হলেও তিনি বাংলাদেশের বড় বড় অনেক আলেমের মরনোত্তর ওর্গ্যান ডোনেশন না করার ফতোয়ার তোয়াক্কা না করে মানবতার অন্যতম নিদর্শনের পেছনে প্রত্যক্ষ অবদান রেখে চলেছেন। আমি বিশ্বাস করতে চাই তিনি নিজেও মরনোত্তর অঙ্গ দান করে রেখেছেন। সেইটা হওয়াটাই উচিৎ।





এবার যেতে চাই অন্য একটা প্রশ্নে। আমি মেডিক্যাল এক্সপার্ট নই। কেবল দু কলম পড়ে যা জানতে পারি আর কি। এক্সপার্টদের কাছে প্রশ্ন ঃ
এই যে আর্টিকেলে কেবল ব্রেন ডেথ রোগীর থেকে কিডনী বা অন্যান্য অঙ্গ নেয়ার কথা বলা হচ্ছে কিন্তু সংযুক্ত বিভিন্ন ইন্টারন্যাশনাল আর্টিকেল আর জার্নাল পড়ে দেখতে পাচ্ছি সার্কুলেটরি ডেথ বা হৃদক্রিয়া বন্ধ জনিত মৃত্যু হলেও যদি মৃত্যু হাসপাতালে হয় তাহলে সে মানুষের দেহ থেকেও মরোনোত্তর কিডনী নেয়ার ব্যবস্থা এখন অষ্ট্রেলিয়া, ইউকে সব বহু দেশে বিদ্যমান — বাংলাদেশে কেবল ব্রেন ডেথের কথা কেনো বলছেন ডাক্তার? ⁉️
এতে তো আসলে ডোনেশনের সংখ্যা আরও কমে যাবার কথা । এমনতেই তো কম !
( কর্ণিয়াতো ২৪ ঘন্টার মধ্যে নেয়া যায় বলছেন বিশেষজ্ঞগণ, কর্ণিয়ার ক্ষেত্রে হাসপাতালোর বেডে মৃত্যু হতে হবে তেমনও না)
🔸সেই একই কথা আবার বলছিঃ নেয়ার প্রয়োজন দেয়ালে পিছ ঠেকে গেলে অন্যের অর্গান নিতে আপত্তি করবেন এমন লোকের সংখ্যা কিন্তু খুবই নগন্য, আবার মরনোত্তর দেয়ার কথা বললে দিতে ইচ্ছুক লোকের সংখ্যাও কিন্তু নগণ্য - অদ্ভুত মানব চরিত্র🔸

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন