পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

kaleidoscope | web series

 




সিরিজের শুরুতে এক মিনিটের একটা আলাদা পর্ব শুধু ইনফো দেয়ার জন্যে যেখানে দাবী করা হয়েছে এই মুভি যেকোন এপিসোড ওর্ডারে যেকোন এপিসড আগে পরে দেখা যাবে । তাই এপিসড গুলোকে কোন সংখ্যা দিয়ে ইনডিকেটও করা হয় নাই ।
— ইন্টারেস্টিং !
আটটি এপিসোড মানে eight (😎 থেকে eight নিয়ে এর Permutation ( বিন্যাস) হয় 40320 . তারমানে আসলে চার হাজার তিনশ বিশ উপায়ে এই সিরিজ দেখা সম্ভব
- more interesting!
যদিও আমি একের পর এক দেখে গেছি নেটফ্লিক্সে সাজানো সিরিয়াল অনুযায়ী কিন্তু এইটা বুঝতে পেরেছি স্ক্রীপ্ট এমন নিঁখুতভাবে সাজানো হয়েছে যে আসলেই যেকোন পর্ব থেকে দেখা শুরু করলেই হয়।
একটা ছোট কারণ ( স্পয়ল না করে) বলা যেতে পারে।
কোন এক পর্ব ‘সবুজ’ এ দেখা গেলো একজনের হাতে গুলি লেগেছিল আগে এবং ব্যান্ডেজ করা । সেই কারণে সেই হাত নিয়ে কর্মকান্ডে নানান সমস্য দেখানো হলো সেই পর্বে।
এখন আরেক পর্ব ‘মেরুন’ এ দেখানো হলো সেই গুলি কিভাবে এবং কি কারণে লেগেছিলো ।
তারমানে কেউ আগে সবুজ দেখলে আগে এফেক্ট দেখলো আর পরে মেরুন দেখে রিজন বা একশন দেখলো। আর কেউ আগে মেরুন দেখে প্রথমে রিজন/একশন দেখলো আর পরে সেই একশনের এফেক্ট জানলো ।
বিষয়টা অনেকটা এরকম ।
সে যা হোক , নেটফ্লিক্সে অধিকাংশ heist সংক্রান্ত সিরিজগুলোর একটা মান আছে, এই সিরিজের মানও বেশ ভালো ।
কাহিনীর ছোট ছোট টুইস্ট আর ক্লাইমেক্স ভালো লেগেছে।
এক নিঃ শ্বাসে একের পর এক নির্ঘুম দেখে ফেলার ইচ্ছে জাগতে পারে।
আমি রেটিং দেবো ৮/১০
( আটটি এপিসোডের ঘটনার টাইম লাইন হলোঃ
Violet - 24 years before the heist
Green - 7 years before the heist
Yellow - 6 weeks before the heist
Orange - 3 weeks before the heist
Blue - 5 days before the heist
White - the heist
Red - the morning after the heist
Pink - 6 months after the heist
যেকোন এপিসোড আগে পরে দেখে নেয়ার এইটা আসল কারণ- প্রতিটা ভিন্ন টাইমের ঘটনা কিন্তু ইন্টারকানেকটেড)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন