#lovetodaymovie
মানুষের মস্তিষ্কের ভেতর যত ভাবনা চিন্তার উদ্ভব ঘটে প্রতিক্ষণে ক্ষণে তার ১%ও বোধহয় মানুষ মাথার বাইরে নিয়ে আসে না - এবং এই না নিয়ে আসাটাই দেশ ও দশ তথা জগতের জন্যে মঙ্গলজনক; তবে মস্তিষ্কতো মানুষ আজকাল আবার স্মার্টফোনের মধ্যেও ঢুকিয়ে রাখে - স্মার্টফোন হলো আরেক ব্রেন, আরেক জীবন। তার ভেতরেও মানুষ কত কর্ম করে তার ঠিক নাই এবং সেগুলোরও দেখা যাবে বড় অংশই যার ফোন সে ছাড়া কেউ আসলে জানে না ।
এইবার দুই প্রেমিক প্রেমিকা যখন বিয়ের দিকে ধাবিত ঠিক সময় যদি প্রেমিকার খারুস বাপ শর্ত দিয়ে বসে মাত্র একদিনের জন্য দুজন দুজনার স্মার্টফোনটি swap মানে আদলা বদলি করতে হবে… আদলা বদলি হবার পর কি কি হবে মহা বিস্ফোরন সেটাউ দেখা যাবে বাকী মুভিতে!
এমনই এক ভিন্ন কিন্তু চরম সমসাময়িক কাহিনী নিয়ে তামিল ভাষার মুভি ‘লাভ টুডে’। তথাকথিত কোন গদবাধা রোমান্টিক মুভি ভাবলে দর্শক ভুল করবে।
আমার রেটিং ৮/১০।
তামিল না জানায় সাব টাইটেল পড়ে দেখতে হয়েছে কিন্তু মাত্র ৫ কোটি রূপীতে নির্মিত সাদামাটা নান্দনিক মুভিটি বুঝতে একটুও কষ্ট হয় নি।
ক্রিটিক ও দর্শক প্রিয় হওয়া মুভিটি বক্স অফিসে ১০০ কোটি ছুঁয়েছে ।
সাবটাইটেল দেখতে অভ্যস্ত হলে নন তামিল ভাষার মানুষদেরও ভালো সময় কাটবে মুভিটি দেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন