পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৮ জুলাই, ২০২২

স্বপন আরেক আলোর খেলা

ঘুমন্ত স্বপন মাঝে সময়ের ছবিগুলো 

আলোর গতিতে এখান থেকে আসে 

ওখান থেকে আসে 

ক্ষুদ্র ক্ষুদ্র ফ্রেম হয়ে আসে 

কখনও আসে বিন্দু বিন্দু পিক্সেলে

কখনও আধুনিক কখনও বিষদ সেকেলে,

সেই ১৯৮৯ এর কোন স্থান কাল পাত্রের সাথে 

মিলে মিশে একাকার হয় ২০০২ এর কোন চিত্র

কি বিচিত্র! .. সেই। 

মিশ্রনে আবার স্বপন বিষাদ রঙ ঢালে 

২০০৯ এ শাহবাগের আশেপাশে কোন গাছের তলে

একগাদা ছায়া - ছায়ার নড়াচড়া 

এক চিত্রে অতীত থেকে অতীত একসাথে পড়ে ধরা 

তারপর আমার পা ছুঁয়ে যায় ২০১৫ র প্রশান্ত মহাসাগর

কবে ভাতের ভেতরে লুকানো ছিলো মোটা কাঁকড়

কবে নদীতে সাঁতার কাটতে গিয়ে যেই দিয়েছি ডুব

উঠে দেখি কক্সবাজারে নোনা জল গায়ে মাখছি খুব..

স্বপনে সময়ের কোন দায়বদ্ধতা নেই

সে কোন দলিত বাঁধন মানে না , সে আলোর গতিতে

ছবি হয় , ছবি থেকে মুভি হয় … ছোটকাল- বড়কাল 

অকারণ নতুন সংগঠনে মত্ত নতুন দৃশ্যে…

স্বপন সেতো উদাহরন মস্তিষ্কের মনিটরে একসাথে

এলেবেলে অতীত - বর্তমান দৃশ্যমান পটীয়সি কান্ডে…

সে আরেক আলোর খেলা … 


( স্বপন আরেক আলোর খেলা)

১৯/৭/২০২২

#কবিতা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন