পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ জুন, ২০২২

পরিবর্তন

 অনেক কিছু হারিয়ে গেছে 

অনেক কেউ বদলে গেছে
কড়া রোদে যেমন হারিয়ে যায় সূর্য

ফেরানো যায়না সূর্যের পানে 

চোখ তখন …

যখন এসব ঘটে গেলো 

তখনও সেই একই জীবন তরীতে 

চলেছি ভেসে 

জল গেছে ঘোলা হয়ে মাঝে মাঝে, 

মাঝে মাঝে কালো কাকের চোখ জলে

তরী বয়ে চলে-জীবন তরী;

অনেকেই চোখে পড়েছে ঠুলি-

যে সব চোখে রাজ্যের তেজ ছিলো

রোদ কম ছিলো, সূর্যের খোঁজ ছিলো

আমি ছিলাম , আমরা ছিলাম 

সময় জলের স্বচ্ছ তলে ছায়া ছিলো 

মেঘের খেলা ছিলো মাছের আঁচলে 

আমার হয়তো বেচে ছিলাম আসলে 

অনেক কিছু হারিয়ে গেছে 

অনেক কেউ বদলে গেছে

চোখে ঠুলি পর ঠুলি এসে গেছে…

এরপর কন্ঠটা ঢেকে দেবে কড়া রোদ!


পরিবর্তন

(১৩/৬/২০২২)

#কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন