পৃষ্ঠাসমূহ

শনিবার, ১১ জুলাই, ২০২০

বিয়িং প্র্যাকটিক্যাল

‘It is better to change an opinion than to persist in a wrong one
( ভুল ধারনা আঁকড়ে ধরে থাকার চেয়ে তা বদলে ফেলাই ভালো) ‘ এমন কথা একখানা হয়তো
বলেছেন জগৎ খ্যাত দার্শনিক Socrates ....অন্ধকার ঘরে একটা কালো বিড়াল খোঁজার চেয়ে ঘরের লাইটের সুইচ বা কোন আলোর উৎস খোঁজাটা প্রাকটিক্যাল, অবশ্য প্যাঁচ দেয়া আনপ্রাকটিক্যাল মানুষ বলে উঠবে, অন্ধকারে বিড়ালের চোখ জ্বলে ... সেই ত্যানা পেঁচানো বন্ধ করতে প্রাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে উদাহরনের বাক্যটি লিখা হবে ... অন্ধকার ঘরে একটা ঘুমন্ত চোখ বোজা কালো বিড়াল  ডট ডট ডট।
এইবার...?


being practical  একটা বড্ড ঘোঁটালা বিষয় , বোধদয় হওয়াটাই প্রাকটিক্যাল, মানে প্রাকটিক্যাল বুঝতে গেলে প্রাকটিক্যাল বিয়িং হতে হবে ...
প্রিজুডিস ও সুপারসটিসন এর ডিম্ব খোলস ছেড়ে মুক্ত হাওয়ায় হাঁটতে পারাটাও একটা বিয়িং প্রাকটিক্যাল হতে পারে....
নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে কাজে লাগানেও বিয়িং প্রাকটিক্যাল ...
বার্ট্রান্ড রাসেল তাঁর “The Value of Philosophy” প্রবন্ধে practical person বিষয়ে একটু বলেছিলেন -“
But further, if we are not to fail in our endeavour to determine the value of philosophy, we must first free our minds from the prejudices of what are wrongly called ‘practical’ men. The ‘practical’ man, as this word is often used, is one who recognizes only material needs, who realizes that men must have food for the body, but is oblivious of the necessity of providing food for the mind...”
মাইন্ড (মানে মস্তিষ্ক আর মনের ব্ল্যান্ড) এর যে খাদ্য দরকার তাহাই জনাব  রাসেল ফিলোসফি বা দর্শন বলতে চেয়েছেন ....
মানে প্রাকটিক্যাল বিয়িংয়ের জীবনে চিন্তা কমে না বরং আরও বিস্তৃত হয়, ভাবনা পাখা মেলে , নিজস্ব হয়, যুক্তি খোঁজে, যুক্তিই  হয়ে খাদ্য মন বা মস্তিষ্কের ( মন আর মস্তিষ্ক একই বস্তু)।

আমি নাকি অনেকটা প্রাকটিক্যাল মানুষ ... হয়ত এট লিস্ট আই ওয়ান্ট টু বি... অথবা হয়তো আই প্রিটেন্ট টু বি...
কিন্তু আজ সকালে নওয়াজউদ্দিনের মুভি “ GHOOMKETU” দেখে impractical  অনেকটা সময় ব্যায় করেছি ভাবতে উহা কি ছিলো... বলিউডে গরীব প্রতিভার স্ক্রীপট চুরি, লেখক হবার সহজ রেসিপি, কতিপয় দক্ষ অভিনেতা অভিনেত্রীর দক্ষ অভিনয়ের ক্ষুদ্র ক্ষুদ্র প্রদর্শন, কমেডি না পজিটিভ ড্রামা....
তারপর যা ছিলো ছিলো... অন্ধকারে বিড়াল খোঁজার কি দরকার ... বি প্র্যাকটিক্যাল ... কোভিড১৯ আবার সেকেন্ড তরঙ্গে ফিরে আসতে পারে...
সতর্কতা শেষ হয়নি ... কিন্তু ব্রীসবেন এ সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে... এটাও এক ধরণের বিয়িং প্র্যাকটিক্যাল...

Being practical means not stopping thinking logically ....
কে বলেছে জানি না, হয়তো আমিই।

#Being_Practical

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন