পৃষ্ঠাসমূহ

শনিবার, ২ মে, ২০২০

পুরান কবিতা

প্রথমে একজন সৌভাগ্যবান মানুষের দিকে তাকাই
তারপর তার সৌভাগ্যের দিকে
তারপর তার কর্মে
এরপর ধর্মে এবং চর্মে
এবং শেষমেষ তার কথায়, তারপর
অার পারিনা, খেই হারিয়ে ফেলি।।


দ্বিতীয়ত একজন সাফল্যমন্ডিত মানুষের দিকে তাকাই
তারপর তার সাফল্যের দিকে
তারপর তার কথায়
এরপর তার চর্মে, ধর্মে ও কর্মে
এবং শেষমেষ তার চেহারায় ও ভাবনায়
তারপর অার পারি না, খেই হারিয়ে ফেলি।

খেই হারানোর কারণ দুবারই এক -অামি অংকের হিসাবে তখন কাঁচা।
সৌভাগ্য, সাফল্য নয়, লক্ষ্য হলো জীবন যুদ্ধে বাঁচা।

অথচ তৃতীয়ত যখন  তাকাই স্বচ্ছ কাচের অায়নায়
স্পষ্ট দেখি আমিত্ব শূন্য থেকে শুরু করে শুন্যতে হারায়।
অামি তখন খেই হারাই না
মুখে ধরি শুকনো বেদনার হাসি
কারণ আমি খেই হারাতেই ভালবাসি ।

২/৫/২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন