পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বয়লিং ফ্রগ সিনড্রোম

একদি সাত সকালে রাজা দা দৌড়াতে দৌড়াতে এক বাসার দরজায় নক করতে লাগলো, বাসাটা হলো বাংলার সক্রেটিসের। দরজা খুলেই ...
বাংলার সক্রেটিস: আরে রাজা দা, কি খবর এত হন্তদন্ত?
রাজা দা: আরে ঐ যে এট্টা দার্শনিক তত্ত্ব আছে না, ঐ এট্টা ব্যাঙরে গরম পানির পাত্রে ফেললি তরাক করে লাফ দে পালায় কিন্তু ঠান্ডা পানির পাত্রে ফেইলে স্লোলি হিট আপ করতি থাকলি এক সময় আরামে সে লাফ দেয়ার কথা ভুইলে যায় আর পানি বয়েল্ড হলেই সে কুপোকাত হুয়ে পড়ে... ঐটার কি নাম যেনো
বাংলার সক্রেটিস: ওহ! ওটার নাম বয়লিং ফ্রগ থিউরি, কিন্তু বাস্তব পরীক্ষায় দেখা গেছে পানি হিট আপ করতে থাকলে যেই ব্যাঙের চর্মে গরম অনুভূত হয় , তখনি সে তরাক করে লাফ দিয়ে পালায়...
রাজা দা : কিন্তু বাস্তবে আমাগের দেশে ডেঙ্গিতি মানুষ মারা যাতি যাতি বয়েলিং পয়েন্টে পৌঁছায় গিলিও গায়ে যেন গরম লেইগতেছে না...প্রকৃষ্ঠ ‘বয়লিং ফ্রগ সিনড্রোম’ উদাহরণ কি হতি পারে এটা?
বাংলার সক্রেটিস: শুধু ডেঙ্গু কেনো, এ দেশের মানুষের অনেক কিছুই ঐ সিনড্রোম দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে হয়তো....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন