পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

দূরত্ব

দূরত্ব
মামুন ম. আজিজ

 মেঘ থেকে ধুলো- সবইতো প্রিয় ছিলো
ছিলো নয় শুধু আজও আছে এবং থাকবে চিরদিন
ধুলো আর মেঘের মাঝে দীঘল দূরত্ব শূণ্যে বিলীন

ছোট থেবে বড়- স্বপ্ন কত হারিয়ে যায় রোজ রোজ
হারানো পথের দূরত্ব টুকুর কেই বা রাখে খোঁজ?
নদীর এপারের সাথে ওপারের সে এক ভীষণ দূরত্ব
মাঝে উঁচু নিচু ঢেউ, ঢেউয়ে ঢেউয়ে জল, জলে রোদ
জল শুকালে পরে খরা, এলোপাথাড়ি ধু ধু বালুচড়া


এরপর... দূরত্ব ধরা পরে বয়সে বয়সে, যুগান্তরের যুগ মানবে
দূরত্ব ধরা পরে বোঝা না বোঝার ক্রমাগত তফাতে
দূরত্বের বন্ধু হয়-নির্লোভ আর লোভ, দূনীতি আর ক্ষোভ

তারপর... যখন সীমানার শেষে দিগন্ত আর চোখেও দূরত্ব থাকে
সেখানে সূর্যটা সাময়িক ডুবে গেলে কালো হাত ডাকে
আড়ালে অনাচার-অন্যায় হয়, ওখানে মুল্যবোধের ক্ষয়।
অথচ রাতেই আবার ফুটে ওঠে কত আবেগী মুগ্ধ ভাব...
প্রতিটি ঝকমকে পূর্ণিমায় কিংবা ঘন অমানিষা রাতে
কত শত মানুষের সাথে রাত নিজেই স্বপ্ন হয়ে হাঁটে।

হাঁটা চলার সরু সরু ছায়াঘেরা  পথ নষ্টদের দখলে
সেখানেও বসত করে তীব্র এক দূরত্ব - ভয় এবং সাহসে
কেউ কেউ শুধু তাই একাকী গোপনেই হাসে...
কেশের আড়ালে কারও আবার লুকিয়ে রাখা দৃষ্টি-
একা একা ভালো থাকার সে এক ঠুনকো আয়োজন সৃষ্টি...

দূরত্ব - ঐ তো তর্কে এবং যুক্তিতে, ভালো লাগা ব্যক্তিতে
আমাতে তোমাতে, স্বপ্ন আর সাক্ষাতে ;
দূরত্ব - ধ্বংস ও সৃষ্টিতে এবং কবিতা ও ভাবনাতে।
দূরত্ব - ইচ্ছে ও অনিচ্ছায়, মানুষ হয়ে মানুষকেই ভালোবাসায় ;

দূরত্ব - আমাদের কাছে আসায়, দূরত্ব রঙে ও ঢঙে,
ঐতো একাকী ভালো থাকার নকল আড়ঙে।

আর মোরা ঋনি যাদের কে মানি -
দূরত্ব - মন মনন ও চেতনায়  এবং স্মৃতিতে তাদের
-ভুলে গেছি যাদের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন