পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

রাজা দা (২৫/০৩/২০১৮)



 রাজা দা, নাসিরুদ্দীন হোজ্জা নামটা নিশ্চয় শুনেছেন, অাসুন তার একটা গল্প শোনাই-

"মোল্লা নাসিরউদ্দিনকে তার এ এলাকার লোকজন বেশ কিছুদিন ধরেই অনুরোধ জানাচ্ছিল যে, তাদের পঞ্চায়েতের ক্লাবে গিয়ে সদস্যদের উদ্দেশে কিছু জ্ঞানের কথা শোনাতে হবে। ইচ্ছে না থাককা স্বত্ত্বেও ওদের বারবার অনুরোধ ফেলতে না পেরে হোজ্জা শেষমেষ গেলেন একদিন ক্লাবে। তারপর উপস্থিত সদস্যদের উদ্দেশ্য করে হোজ্জা বললেন, “আমি আজ যা বলতে চাই, তা কি অাপনারা জানেন?”


খুব স্বাভাবিকভাবেই সাধারণ সদস্যগণ জবাব দিল, “না মোল্লা সাহেব, আমরা কেউই জানি না আপনি কী বলবেন।”

হোজ্জা তখন বললেন, “জানেনই না যখন, তখন আর জেনে কী হবে?”

এই কথা বলে হোজ্জা গটগট করে হেঁটে চলে আসলেন।

পরের সপ্তাহে কমিটির থেকে আবার কয়েকজন এল হোজ্জাকে নিয়ে যেতে। হোজ্জা আবারও যেতে বাধ্য হলেন এবং সদস্যদের গিয়ে বললেন, “আমি আজ অাপনাদের যা বলতে চাই, তা কি অাপনারা জানেন?”

এবার কিন্তু সভ্যরা খুবই সাবধান। সবাই একসঙ্গে বললো, ‘জি মোল্লা সাহেব, আমরা সবাই জানি আপনি কী বলবেন।”

হোজ্জা তখন বললেন, “জানেনই যখন, তখন আর আমার বলার দরকার কী?”

এই কথা বলে হোজ্জা আবার গটগট করে হেঁটে চলে আসলেন।

এই পরাজয়ে কমিটির লোকজন তো দমবার পাত্র না। ওনারা করল কি, পরের সপ্তাহে আবার হোজ্জাকে ধরে নিয়ে গেল কিছু বলার জন্য। হোজ্জা এবারও ওদের সামনে গিয়ে বললেন, “আমি আজ অাপনাদের যা বলতে চাই, তা কি অাপনারা জানেন?”

উপস্হিত সভ্যগণের মধ্যে কেউ কেউ বলল, ‘জি মোল্লা সাহেব, জানি।”

আর কেউ কেউ বলল, “না মোল্লা সাহেব জানি না।”

ভাবখানা এমন, এবার বাছাধন কোথায় যাবে? কিন্তু হোজ্জাও দমবার পাত্র না। তিনি বললেন, “অাপনাদের মধ্যে যারা জানেন তারা এক কাজ করেন - যারা জানে না, তাদের তা জানিয়ে দিন।”

এই কথা বলে আবার হোজ্জা গটগট করে হেঁটে বাসায় চলে আসলেন।
..."

...বলেন দেখি মোরাল অব দি স্টোরি কি?

রাজা দাঃ কোন মোরাল নি, কেমনে উত্তর না দে কেইটে পড়তি হয় সেই ফর্মুলাডা রুয়ছে খালি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন