পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

দূর্বল হৃদপিন্ড

অামি তুচ্ছ মানুষ
ওঠা নামা করা
হৃদ নামক পিন্ড টির
স্বত্তাধিকারী মানুষ,
কোন ঈশ্বর নই

দেবতা নই, দেবদূত নই
নই মৃত্যুদূত, অশরীরি কিংবা
এলিয়েন মহাবিশ্ব।
সহ্য করতে পারেনা
পোড়া মানুষের দৃশ্য
সহ্য করতে পারে না
এত অঘটন অবিমৃশ্য
ওঠানামা করা হৃদপিন্ডটা।
তাই ওটা বড্ড দূর্বল
রোজ ওষুধে গতিটা সামলে রাখি
তীব্র সংকোচনে ফেসবুকে চোখ রাখি
এত অঘটন হৃদ নিতে পারে কই?
অামি তুচ্ছ মানুষ বৈতো কিছু নই?

# দূর্বল হৃদপিন্ড
১৩/২/১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন