পৃষ্ঠাসমূহ

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

ট্রেন কাব্য ০০৩

সভ্যতায় যখন স্বর্গ-নরক ফিলোসোপি শক্ত অাসন পেতে বসলো
ওমনি রাজন্যগণ স্বর্গীয় ফরমানে রাজাধীরাজ দাবী করতে শুরু করলো
প্রজা সাধারণ ফরমান পাঠের যোগ্য ছিলো না বটে

তবে কোন চতুর জন যদি ফরমান পাঠে পারদর্শী এমন রটে
হয় সে রাজদ্রোহী, স্বর্গত্যাগী  ও অাত্মা দেহহচ্যুত শাস্তি তার
অথবা বিপরীতে কঠিন রাজ তোষামুদে হলেই
মহাজ্ঞানী রাজন্য উপদেষ্টা
অাসলে রাজার ছায়াতলে তার অাপন ইচ্ছা বিলাসী চেষ্টা

অার ওদিকে স্বর্গীয় ফরমানে রাজা যে জন
তার কোন অন্যায় অত্যাচার নির্বোধ জনতা বুঝবে কেমন?

অাসলে সব ক্ষমতা চক্র,
ক্ষমতা রাখতে ধরে তারা তলোয়ার কখনো বানায়েছে সোজা কখন ভীষন বক্র

এখন অার স্বর্গীয় ফরমানে রাজা হয় না কেউ, হলে
ফরমানের অদৃশ্য শূন্য লিপি কম্পিউটারই পড়ে দিতে পারে
তথাপি অাজকাল রাজার মত যেসকল জন তার কতিপয়
নিজেরাই কঠিন বেষ্টনী দিয়ে ভূস্বর্গ গড়ে।

(৯/২/১৮)
(ট্রেন কাব্য)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন