পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

ট্রেন কাব্য ০০৭

তড়িঘড়ি করে তিনজনের একটা দল
উঠে এল ট্রেনে
সবাই মোবাইল থেকে মুখ সরিয়ে দেখে নিলো
সকলেই চেনে সে তাদের
কোমরে সুদর্শন ছোটাকারের অাগ্নেয়াস্ত্র

সেটা অবশ্য ভয়ের কারণ নয়
কিন্তু একটা শংকা, একটা উচাটন মনে মনে
অামি পেছনের সীটে এক কোণে
তিনজন তিন দলে ভাগ হয়ে এগোচ্ছে
প্রত্যেকের কাছে হাত বাড়াচ্ছে
এইবার অামার পালা এল বলে
পকেট থেকে ততক্ষণে বের করে হাতে নিয়েছি
অার তক্ষনই মনে হলো অামিও পড়িমড়ি করে
ট্রেনে উঠেছিলাম, সামান্যের জন্য মিস হয়নি
দ্রুত কার্ড পাঞ্চ করতে গিয়ে দেখা হয় নি
কি লেখা উঠেছিলো, পাঞ্চ হয়েছিলো তো!
যদি না হয়ে থাকে, জরিমানার অংকটা অনেক বড়...
এইবার হাত এগিয়ে এলো নীল পোষাকধারীর,
পুলিশ সে একজন
এগিয়ে দিলুম
স্ক্যান হলো
হাসি মুখে কার্ড ফিরিয়ে বললো " ধন্যবাদ".
উফ!

(16/02/2018)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন