পৃষ্ঠাসমূহ

বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

ট্রেন কাব্য-০০2

অাকাশে মেঘ জমছে, মেঘ সরছে
অাকাশে রোদ উঠছে, রোদ নামছে
কোন কোন মেঘে বৃষ্টি হচ্ছে
কোন কোন মেঘে সৃষ্টি হচ্ছে কল্পিত চিত্র
অপসংবাদ গুলো ফেসবুকের মিত্র।
ট্রেন চলছে, হাত পা দুলছে
সারি সারি বনাঞ্চলে সবুজেরা নড়ছে
কোন কোন গাছে পাখি বসছে
কোন পাখি উড়ে উড়ে ছড়াতেছে স্বপ্ন
নিয়মিত ঘটছেই ঘটনা জঘন্য।
(৭/২/২০১৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন