ঝরণা তলায় ঝুমুর ....
নভনীল
(বয়সঃ ৭)
ঝরণা তলায় ঘুনঘুনিয়ে শব্দ হয়।
তৃণলতায় সঞ্চয় চাই খাই রে, খাই।
রেহাই পাই পানি থেকে নাইরে নাই
নাইরে নাই। থামরে থাম হাসি নাই
কি করবি বল রে ভাই। ভাল কথা
বলবি নাই। কিরে করবি বল ভাই
করব না তো ততো মতো
করব আমি মনের মতো
ঘুনমুনু ঘুন।
করিস নারে শব্দ ভাই।
জিরায় জিরায় আরাম
পাই। সারাদিন বসে থেকে ঘুনঘুনিয়ে
ঝুমুর মেলাই।
১৭.১২.২০১৩
নভনীল
(বয়সঃ ৭)
ঝরণা তলায় ঘুনঘুনিয়ে শব্দ হয়।
তৃণলতায় সঞ্চয় চাই খাই রে, খাই।
রেহাই পাই পানি থেকে নাইরে নাই
নাইরে নাই। থামরে থাম হাসি নাই
কি করবি বল রে ভাই। ভাল কথা
বলবি নাই। কিরে করবি বল ভাই
করব না তো ততো মতো
করব আমি মনের মতো
ঘুনমুনু ঘুন।
করিস নারে শব্দ ভাই।
জিরায় জিরায় আরাম
পাই। সারাদিন বসে থেকে ঘুনঘুনিয়ে
ঝুমুর মেলাই।
১৭.১২.২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন